নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ৭০তম জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷ এদিন দুপুর দেড়টা নাগাদ দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। এবার সেই ছবিগুলিকে পুরস্কার দেওয়া হয়েছে, যেগুলি ফিল্ম সেন্সর বোর্ড থেকে ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-র মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। 


বাংলায় এসেছে তিনটি সম্মান। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান'। সেরা রূপটানে 'অপরাজিত' ছবির জন্য পুরস্কৃত হয়েছেন সোমনাথ কুণ্ডু। বাংলা এবার সেরা প্রোডাকশন ডিজাইন পেয়েছেন আনন্দ, অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'র জন্য।

এই পুরস্কার বিতরণীতে কেন্দ্রীয় সরকারের নির্বাচনে জুরির পদে ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। প্রথমবার বাঙালি পরিচালক হিসেবে এই দায়িত্বের অভিজ্ঞতা কেমন ছিল তাঁর? আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেন, "টানা ১৬ দিনের কাজ ছিল। সকাল থেকে রাত পর্যন্ত দেশ, বিদেশের বহু ছবি দেখতে হত। একজন পরিচালক হিসেবে কীভাবে একটা ছবিকে সবদিক থেকে বিচার করা যায় সেটা শিখেছি।"

শুভ্রজিতের কথায়, "আমিই একমাত্র বাঙালি ছিলাম। তাই বেশ গর্ববোধ হচ্ছে। অনেক খ্যাতনামা ব্যক্তিত্বের সঙ্গে আলাপ হয়েছে।" জাতীয় পুরস্কারের বিচারক হলেও কলকাতা চলচ্চিত্র উৎসবে কোনও ভূমিকায় এখনও পর্যন্ত কেন দেখা যায়না? "বাংলা ছবির পাশে বরাবরই থাকি। সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমায় যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই কলকাতা চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করব।" বললেন পরিচালক।