ষষ্ঠী পেরিয়ে সপ্তমীতে দুর্গাপুজো। দেবী দুর্গার আরাধনার মেতে উঠেছেন টলি তারকারা। পরিবার হোক বা ভালবাসার মানুষের সঙ্গে, পুজোয় চুটিয়ে আনন্দ করছেন অভিনেতা-অভিনেত্রীরা। পরিবারকে নিয়ে পুজো মণ্ডপে দেখা এল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। 

 

 

ছেলেমেয়ে, ননদ, ভাগ্নীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুজোর চার দিন কোনও নিয়মে নিজেকে বাঁধতে ভালবাসেন না নায়িকা। এই সময় যত ইচ্ছা খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ, আনন্দে মেতে থাকেন তাঁরা। রাজের বাড়িতে হয় বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন। ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত হন সেই জমায়েতে। এদিন হলুদ পোশাকে ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনিকে সাজিয়েছিলেন অভিনেত্রী। একই রংমিলান্তিতে দেখা গেল রাজ ও শুভশ্রীকে। চোখে সানগ্লাস পরে আলাদা লুকে দেখা গেল তারকা জুটিকে।

 


প্রেমে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার।‌ ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন মধুমিতা। মাঝে মাঝেই নিজেদের মিষ্টি মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন যুগলে। এ ক্ষেত্রেও তার অন্যথা হল না। পুজোর সময় দেবমাল্য বেশ কিছু ছবি নিজেদের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে বাহুলগ্না নায়িকাকে। দেবমাল্য লেখেন, “অকৃত্রিম উন্মাদনা, শান্তি আর অনেক ভালবাসা।” প্রেমিককে উত্তর দিতে ভোলেননি মধুমিতাও। তিনিও বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন। শোনা যাচ্ছে, এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা এবং দেবমাল্য।

 


ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেন টলিউডের জীতু কামাল। সব সময়, যে কোনও অনুষ্ঠানে সাজগোজে অন্যরকম কিছু ট্রাই করতে দেখা যায় জীতুকে। দুর্গাপুজোতেও তার অন্যথা হল না। ঘিয়ে-লাল ডোরা কাটা ডিজাইনার ধুতির সঙ্গে গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও সানগ্লাসে ধরা দিলেন জীতু। শুধু তাই-ই নয়, মণ্ডপে ছবি তোলার সময় মজা করে প্রতিমার সামনে দেবী দুর্গার ভঙ্গিতেই দাঁড়ালেন তিনি। 

 


অভিনেত্রী লহমা ভট্টাচার্যকে দেখা গেল বাবা-মার সঙ্গে সময় কাটাতে। একসঙ্গে সেজেগুজে ঠাকুর দেখার মজাই আলাদা, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে বাবা-মার সঙ্গে ছবি ভাগ করে লহমা লেখেন, 'এ বছর দুর্গাপুজোর কিছু মুহূর্ত। বন্ধুবান্ধব, পরিবারকে নিয়ে থাকতে পারাই সবচেয়ে বড় কথা। সঙ্গে পাড়ার পুজোর আমেজ, অন্য কোনওকিছুর সঙ্গে এই আনন্দের তুলনা হয় না।'