সোমবার আয়োজন করা হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকারা। দক্ষিণ কলকাতার টলিক্লাবে সকাল থেকেই তোড়জোড় শুরুহয়েছিল পরম-পিয়ার ছেলের এই অনুষ্ঠানের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, রাণা সরকার, জয়া আহসান, রাইমা সেন, ঋাতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন থেকে পার্ণো মিত্র-সহ টলিপাড়ার আরও অনেকে হাজির হয়েছিলেন ছোট্ট নিষাদকে আশীর্বাদ করতে। ছিলেন রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিরাও। তবে এই অনুষ্ঠানকে এককথায় আরও বিশেষ করে তুললেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ‘নডি’কে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। একরত্তিকে আদর করে উপহারও দিয়েছেন মমতা।
গোটা অনুষ্ঠান জুড়ে মা-বাবার কোলে কোলে ঘুরে পরিক্রমা সেরেছে নিষাদ। গোলাপি রঙের পাঞ্জাবি এবং সাদা ধুতি ছিল তার পরনে। ওই একইরাঙ্গা ধুতি পাঞ্জাবি পড়েছিলেন পরম-ও। নরম হলুদ রঙের শাড়ির সঙ্গে পিয়ার ব্লাউজেও ছিল গোলাপি ছোঁয়া। এছাড়াও জানা গিয়েছে, নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই, পোলাও, রুইমাছ, মটন কষা। ছিল একাধিক স্বাদের সন্দেশ ও গুড়ের মিষ্টিও।

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর মাসে চার হাত এক করেন পিয়া চক্রবর্তীকে এবং পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ব্যক্তিগত পরিসরে, ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন তাঁরা। অনাড়ম্বরভাবে স্রেফ আইনি মতেই সই বিয়ে সেরেছিলেন তাঁরা। তাঁদের সেই বিয়ের খবর আগে থেকে টের পাননি অনেককেই। টলিপাড়ারও মাত্র জনাকয়েক মানুষ উপস্থিত ছিলেন পরম-পিয়ার জীবনের সেই নয়া অধ্যায়ের সূচনার মুহূর্তে। তবে ছেলে নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পুরোপুরি উল্টোপথে হাঁটলেন তাঁরা। কিন্তু এককথায় জমকালো করেই সারলেন তাঁরা।

সমাজমাধ্যমে রাণা সরকার সেই অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। তার একটিতে যেমন দেখা গেল পরম-পিয়ার পাশে বসে রয়েছেন প্রসেনজিৎ এবং শুভশ্রী। আর শুভশ্রীর কোলে শুয়ে রয়েছে ছোট্ট নিষাদ। অন্য ছবিতে দেখা গেল নিজের প্রিয় পোষ্যকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন রাইমা সেন। সঙ্গে মা মুনমুন সেন-ও। বাকি আমন্ত্রিতদের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে কোয়েল মল্লিককেও।
