নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য় 'সূর্য'র চরিত্রে দর্শকের মন জয় করেছেন দিব্যজ্যোতি দত্ত। ধারাবাহিকে একাধিকবার এসেছে নতুন মোড়। পাল্টেছে সম্পর্কের সমীকরণ। তবুও সূর্যর চরিত্রে বারবার নজরকাড়া দিব্যজ্যোতি।
ধারাবাহিক থেকে একটু ছুটি মিললেই পাড়ি দেন দেশ-বিদেশের নানা জায়গায়। এবারও তার অন্যথা হল না। বছর শেষে পাড়ি দিয়েছিলেন ফুকেতে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে জুটিয়ে ফেললেন নতুন বন্ধুও। সমাজ মাধ্যমে তুলে ধরলেন নতুন বন্ধুর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তও।
বরাবরই পশুপ্রেমী দিব্যজ্যোতি। এর আগে গলায় পাইথন জড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার একেবারে চিতাকে চুমু! ফুকেতের 'টাইগার কিংডম'-এ বেড়াতে গিয়ে চিতাকে আদর করতে দেখা গেল অভিনেতাকে। চোখ বন্ধ করে আদর খেতে ব্যস্ত চিতাও।
'সোনা-রূপা'কে ছেড়ে চিতা এখন স্নেহের পাত্র? আজকাল ডট ইন-এর প্রশ্নে হেসে লুটোপুটি অভিনেতা। দিব্যজ্যোতির কথায়, "আমি খুব পশু-পাখি ভালবাসি। এই চিতার নাম বাহুবলি। এত মিষ্টি দেখতে আদর না করে থাকতে পারলাম না। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা।"
