‘আরআরআর’-এর ঐতিহাসিক সাফল্যের পর এস এস রাজামৌলি এবার আরও বড় এক সিনেম্যাটিক জগত গড়ে তুলছেন তাঁর পরবর্তী মেগা প্রজেক্ট ‘গ্লোব ট্রটর’-এ। শুক্রবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক, আর সেই মুহূর্তেই দাবানল লাগল সোশ্যাল মিডিয়ায়। কারণ, এই ছবির প্রধান খলনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, একদম ভিন্ন এক রূপে। হুইল চেয়ারে বসা, কিন্তু প্রযুক্তি-নির্ভর রোবোটিক আর্মযুক্ত এক ভবিষ্যত চরিত্রে!

 

রাজামৌলির শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, পৃথ্বীরাজের চোখে মুখে খেলা করছে গভীর হিংস্রতা। রয়েছে শীতল হুমকির আভাস। চরিত্রটির নাম ‘কুম্ভ’, আর তাঁর এই লুকেই স্পষ্ট যে তিনি শুধু একজন প্রতিপক্ষ নন, বরং গোটা ছবির ছায়া ও ভয়ের প্রতীক।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SS Rajamouli (@ssrajamouli)