‘আরআরআর’-এর ঐতিহাসিক সাফল্যের পর এস এস রাজামৌলি এবার আরও বড় এক সিনেম্যাটিক জগত গড়ে তুলছেন তাঁর পরবর্তী মেগা প্রজেক্ট ‘গ্লোব ট্রটর’-এ। শুক্রবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক, আর সেই মুহূর্তেই দাবানল লাগল সোশ্যাল মিডিয়ায়। কারণ, এই ছবির প্রধান খলনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, একদম ভিন্ন এক রূপে। হুইল চেয়ারে বসা, কিন্তু প্রযুক্তি-নির্ভর রোবোটিক আর্মযুক্ত এক ভবিষ্যত চরিত্রে!
রাজামৌলির শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, পৃথ্বীরাজের চোখে মুখে খেলা করছে গভীর হিংস্রতা। রয়েছে শীতল হুমকির আভাস। চরিত্রটির নাম ‘কুম্ভ’, আর তাঁর এই লুকেই স্পষ্ট যে তিনি শুধু একজন প্রতিপক্ষ নন, বরং গোটা ছবির ছায়া ও ভয়ের প্রতীক।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by SS Rajamouli (@ssrajamouli)
নিজের এক্স পোস্টে রাজামৌলি লিখেছেন, “প্রথম শটের পরই আমি ওকে বলেছিলাম, তুমি আমার দেখা অন্যতম সেরা অভিনেতা। এই নির্মম, ক্ষমতাশালী ও অন্ধকার চরিত্র ‘কুম্ভ’-কে প্রাণ দেওয়া ছিল একেবারে সৃজনশীল পরিতৃপ্তি।”
অন্যদিকে, ছবির নায়ক মহেশ বাবুও পৃথ্বীরাজের লুক শেয়ার করে লিখেছেন, “অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলাম... এবার ‘কুম্ভ’র মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!”
এই এক বাক্যেই বোঝা যাচ্ছে, দুই শক্তিশালী চরিত্রের মধ্যে হতে চলেছে এক প্রবল সিনেম্যাটিক লড়াই।
‘গ্লোব ট্রটর’-এ মহেশ বাবুর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর তিনজনকে নিয়েই রাজামৌলির নতুন অ্যাকশন-অ্যাডভেঞ্চার এগোচ্ছে আন্তর্জাতিক পরিসরে। শোনা যাচ্ছে, এটি এমন এক গল্প, যা পৃথিবীর নানা প্রান্ত ঘুরে তৈরি। এক কথায়, বিস্ময়, যুদ্ধ, বিজ্ঞান আর মানবিক আবেগের মিশেলে এক বিশ্বব্যাপী অভিযান। মহেশের চরিত্রটি নাকি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং রাজামৌলির সঙ্গে তাঁর এই প্রথম জুটি দর্শকদের জন্য হবে এক ভিজ্যুয়াল স্পেকট্যাকল।
পৃথ্বীরাজের রোবোটিক হুইলচেয়ার লুক ইতিমধ্যেই ভাইরাল। ‘লুসিফার’-এর অভিনেতাকে এমন এক ফিউচারিস্টিক অবতারে দেখে ভক্তরা মুগ্ধ। কেউ লিখেছেন, “এ যেন ভারতীয় সিনেমায় নতুন যুগের সূচনা।”
সব মিলিয়ে, ‘আরআরআর’-এর পর ‘গ্লোব ট্রটর’ হতে চলেছে রাজামৌলির সবচেয়ে সাহসী সিনেমা যেখানে নায়ক আর খলনায়ক, উভয়েই দেবতুল্য ক্ষমতার প্রতীক!