‘আরআরআর’-এর বিশ্বজোড়া সাফল্যের পর আবার বাজিমাৎ করতে চলেছেন এস এস রাজামৌলি! এবার তাঁর পরবর্তী ধামাকা ‘বারাণসী’ যেখানে মুখ্যভূমিকায় রয়েছেন মহেশ বাবু। বহুদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন। এই প্রকল্প একেবারেই সাধারণ নয়, বরং রাজামৌলির স্বপ্নের ক্যানভাসে আঁকা এক ভিস্যুয়াল ব্লকবাস্টার হতে চলেছে। রাজামৌলির এই মহাকাব্যিক ছবির মুক্তির এখনও এক বছরেরও বেশি বাকি, কিন্তু তার আগেই ছবি ঘিরে উত্তেজনা আছড়ে পড়েছে ইন্ডাস্ট্রিতে। ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। 

 

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, মুক্তির আগেই এই ছবি তার গ্লোবাল স্ট্রিমিং রাইটস থেকে প্রায় ১০০০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে! বলা হচ্ছে, আন্তর্জাতিক ওটিটি বাজারে এই মুহূর্তে ভারতের সবচেয়ে ‘হট প্রপার্টি’ হয়ে উঠেছে রাজামৌলির ‘বারাণসী’।

 

মজার বিষয়, ছবির শিরোনাম ঘোষণা হয়েছে মাসখানেকও হয়নি, তার আগেই শুরু হয়ে গিয়েছে তুমুল হাইপ। রাজামৌলির বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, সঙ্গে মহেশ বাবু-প্রিয়াঙ্কা-পৃথ্বীরাজের তারকাখচিত কাস্ট - সব মিলিয়ে ‘বারাণসী’ যেন মুক্তির অনেক আগেই এক ইভেন্ট। তাই অবাক হওয়ার কিছু নেই যে, একাধিক আন্তর্জাতিক স্ট্রিমিং জায়ান্ট ইতিমধ্যেই এই ছবির ডিজিটাল স্বত্ব কিনতে মরিয়া হয়ে উঠেছে।

 

খবর,“আরআরআর-এর আন্তর্জাতিক সাফল্য ও অস্কার জয়ের পর রাজামৌলি এখন গ্লোবাল মার্কেটে একটি ব্র্যান্ড। ‘বাহুবলী ২’ বিদেশে আয় করেছিল ৬২ মিলিয়ন ডলারেরও বেশি। সেই কারণেই তাঁর পরবর্তী ছবিকে ঘিরে স্ট্রিমিং বাজারে শুরু হয়ে গিয়েছে বিডিং ওয়ার। ওটিটি প্ল্যাটফর্মগুলি হলিউড-পর্যায়ের অঙ্ক বিবেচনা করছে, চূড়ান্ত পরিমাণ ১০০০ কোটি পর্যন্ত যেতে পারে।”

 

এই টাকার অঙ্ক বাস্তবায়িত হলে, মুক্তির আগেই ডিজিটাল স্বত্ব থেকে আয়ের নিরিখে ভারতীয় ছবির ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করবে ‘বারাণসী’। এর সঙ্গে যদি স্যাটেলাইট, মিউজিক ও প্রেক্ষাগৃহে মুক্তির স্বত্ব যোগ করা হয়, তবে ছবিটি ইতিমধ্যেই অন্যতম সবচেয়ে বড় ভারতীয় প্রজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করছে।

 

২০২৪ সালের ১৫ নভেম্বর রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত গ্র্যান্ড গ্লোব ট্রটার ইভেন্ট সেই প্রত্যাশাকে আরও উসকে দিয়েছে। প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠান কার্যত ভারতীয় বিনোদনের ইতিহাসে অন্যতম বৃহৎ লাইভ ফ্যান গ্যাদারিং হয়ে উঠেছে, যেখানে শুধুমাত্র একটি সিনেমার ঘোষণার জন্য তৈরি হয়েছিল নজিরবিহীন আয়োজন।

 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে পৃথ্বীরাজ সুকুমারনের ভয়ংকর অবতারে ‘কুম্ভ’ চরিত্রের ফার্স্ট লুক, এবং ‘মন্দাকিনী’ চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার লাস্যময়ী অথচ শক্তিশালী উপস্থিতি। এই দুটি ঝলকই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, দেশজুড়ে উত্তেজনা পৌঁছে গিয়েছে চরমে।

 

সব মিলিয়ে, মুক্তির বহু আগে থেকেই ‘বারাণসী’ প্রমাণ করে দিচ্ছে, রাজামৌলির পরবর্তী ছবি শুধু আরেকটি সিনেমা নয়, বরং এক আন্তর্জাতিক মাপের সিনেম্যাটিক ইভেন্ট, যার জন্য অপেক্ষা করবে গোটা বিশ্ব।