নিজস্ব সংবাদদাতা: 'হেমলক সোসাইটি'তে যখন আত্মহত্যার কথা ভাবছেন কোয়েল, তখন তাঁকে বাঁচাতেই বাড়িতে এন্ট্রি নেন পরমব্রত। ছবির মাধ্যমে মানুষকে বুঝিয়েছিলেন, মৃত্যু নয়! জীবনটা বাঁচার জন্য।
সেই 'আনন্দ' আবার ফিরেছে 'মৃত্যুঞ্জয়' হয়ে। এখন সে 'হেমলক' নয়, 'কিলবিল সোসাইটি' চালায়। মানুষকে এখন বাঁচতে শেখায় না সে, বরং মারা যেতে সাহায্য করে। নিজের পিস্তলের গুলিতেই শেষ করে প্রাণ। কিন্তু হঠাৎ কেন তার এই পরিবর্তন? কোন রহস্য লুকিয়ে তার উত্তর মিলছে ছবিতে।
ইতিমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে সৃজিতের 'কিলবিল সোসাইটি'। এবার পরমব্রতর নায়িকা হয়ে নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়। গল্পে 'পূর্ণা আইচ'-এর চরিত্রে কৌশানীর প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা।
জানা যায়, এই ছবির প্রস্তাব কোয়েলের কাছেই প্রথম যায়। কিন্তু ছবির গল্পে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য থাকায় নাকচ করেন কোয়েল। যা কৌশানীর কাছে যেতেই তিনি লুফে নেন। নিজেকে নতুনভাবে আবিষ্কারের তাগিদে অভিনেত্রী সফল হয়েছেন বলাই যায়।
শুক্রবার সন্ধ্যায় 'কিলবিল সোসাইটি'র স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বহু টলি তারকারা। সেখানে দেখা গেল কোয়েল, কৌশানী, সৃজিতকে। দু'পাশে দুই অভিনেত্রীকে নিয়ে ছবিও তুলতে দেখা যায় পরিচালককে। শুধু তাই নয়, সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে সৃজিত লেখেন, 'ভবিষ্যতে যাঁরা হেমলক সোসাইটি চালাবেন'। সঙ্গে জোরেন হ্যাশট্যাগ, '#মেঘনা_মিটস_পূর্ণা'।
সৃজিতের এই পোস্ট ঘিরেই চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। তবে কি আবারও ফিরছে 'হেমলক'? পরবর্তী ভাগে একসঙ্গে দেখা যাবে কোয়েল ও কৌশানীকে?
