Srijit Mukherji and Susmita Chatterjee s love rumours spread on tollywood
রাতের কনসার্টে একসঙ্গে সৃজিত-সুস্মিতা, আরও কাছাকাছি আসতে আর কী কী করছেন পরিচালক-অভিনেত্রী?
নিজস্ব সংবাদদাতা
১০ আগস্ট ২০২৫ ১১ : ১১
শেয়ার করুন
সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনই চর্চায় থাকে পরিচালকের ব্যক্তিগত জীবনও। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জন, সৃজিতের জন্য নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে নতুন শোরগোল টলিপাড়ায়।
দু'জনকে মাঝেমধ্যেই দেখা যায় টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে। এবার গানের টানেও এক হতে দেখা গেল তাঁদের। শনিবার শঙ্কর মহাদেবন ও হরিহরণের কনসার্ট দেখতে পৌঁছে গিয়েছিলেন জুটিতে। শুধু তাই নয়, এবার আর কোনও লুকোছাপা না করেই সমাজমাধ্যমে কনসার্টের টুকরো মুহূর্ত ভাগ করেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পোস্টে সুস্মিতাকে ট্যাগ করা। এমনকী সুস্মিতার কয়েকটি ছবিও সৃজিত তুলে পোস্ট করেছেন। তবে কি এবার গানে গানেই আরও কাছাকাছি এলেন তাঁরা?
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Srijit Mukherji (@srijitmukherji)
'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। ছবিতে সমুদ্রের ধারে বেশ মিষ্টি মুহূর্তে দেখা যায় দু'জনকে। ছবির মতো ক্যাপশনও ছিল বেশ রঙিন। সুস্মিতা লিখেছেন, 'স্যার আঁখো পর'। স্যার বলতে এখানে সৃজিতকেই বুঝিয়েছেন অভিনেত্রী। এই ছবি এবং ক্যাপশন দেওয়ার পর থেকেই টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকী এও শোনা যাচ্ছে, দু'জনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন। প্রথমবার তাঁদের প্রেম নিয়ে 'ডিয়ার মা' ছবির প্রিমিয়ারে মুখ খুললেন দুই তারকা।
তাঁরা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, "সুস্মিতা কী বলবে তুমি?" সুস্মিতাও বেশ হাসির ছলে উত্তর দেন। বলেন, "আমি আর কি বলব, আমরা দু’জনে খুব ভাল বন্ধু, কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। এরপর যারা যা কিছু বলছেন বা লিখছেন তা নিয়ে আমি কিছু বলতে চাই না।"
অন্যদিকে, পরিচালকের কথায়, "এই সময় দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে এত কথা বলা হচ্ছে আমি তো ভেবেই অবাক হচ্ছি, আমরা এই সময়ের ছবি বানাচ্ছি, তা নিয়ে কথা বলছি সেখানে একটা ছবির জন্য এত কথা, এর চেয়ে বেশি কিছু বলার নেই।"
বিষয়টিকে যেন বেশ এড়িয়েও গেলেন সৃজিত-সুস্মিতা। তবে এই ক’দিনেই তাঁরা যে একে অপরের ‘ঘনিষ্ঠ’ হয়েছেন উঠেছেন, তা অবশ্য স্বীকার করেছেন। এদিন দু’জনকে প্রথমবার এত কাছাকাছি দেখা গেল। সুস্মিতার হাত ছেড়ে পরিচালককে খুব একটা অন্য কোথাও যেতে দেখা যায়নি।
এর আগেও সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক নায়িকার প্রেমের কথা শোনা গেছে। যাদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। তালিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তীও। তবে সেই প্রেম না থাকলেও প্রাক্তণদের সঙ্গে আজও সৃজিতের সম্পর্ক ভাল। অন্যদিকে, স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সৃজিতের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। তবে মিথিলার সঙ্গে বহুদিন দেখা যায় না সৃজিতকে। বাংলাদেশে প্রায় আলাদাই থাকেন মিথিলা। এর আগে তাঁদের বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি সৃজিত বা মিথিলা কেউই। তবে তাঁদের মধ্যে যে দূরত্ব বেড়েছে, তা বেশ স্পষ্ট। এই পরিস্থিতিতে সুস্মিতার সঙ্গে পরিচালকের বন্ধুত্ব কতটা গভীর, উত্তর দেবে সময়।