সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনই চর্চায় থাকে পরিচালকের ব্যক্তিগত জীবনও। নায়িকাদের সঙ্গে প্রেম কিংবা সম্পর্কের গুঞ্জন, সৃজিতের জন্য নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের প্রেম নিয়ে নতুন শোরগোল টলিপাড়ায়। 

 

 

দু'জনকে মাঝেমধ্যেই দেখা যায় টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে। এবার গানের টানেও এক হতে দেখা গেল তাঁদের। শনিবার শঙ্কর মহাদেবন ও হরিহরণের কনসার্ট দেখতে পৌঁছে গিয়েছিলেন জুটিতে। শুধু তাই নয়, এবার আর কোনও লুকোছাপা না করেই সমাজমাধ্যমে কনসার্টের টুকরো মুহূর্ত ভাগ করেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পোস্টে সুস্মিতাকে ট্যাগ করা। এমনকী সুস্মিতার কয়েকটি ছবিও সৃজিত তুলে পোস্ট করেছেন। তবে কি এবার গানে গানেই আরও কাছাকাছি এলেন তাঁরা? 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Srijit Mukherji (@srijitmukherji)