সম্প্রতি ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন শ্রীনন্দা শঙ্কর। সমাজমাধ্যমে নিজেই আনুষ্ঠানিকভাবে রবিবার সেটা ঘোষণা করেছেন তনুশ্রী শঙ্কর কন্যা। এরপরই সোমবার তিনি লন্ডনে শীতের ছুটি কাটাতে উড়ে যান। সেখান থেকেই এদিন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী জানান তিনি ডেটিং অ্যাপ 'ট্রাই' করতে চান। 

বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করার পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন শ্রীনন্দা শঙ্কর। কেউ তাঁকে এই কঠিন সময় সমর্থন করেছেন, শক্ত থাকার পরামর্শ দিয়েছেন, কেউ আবার বিদ্রুপ করেছেন তাঁর পিসি মমতা শঙ্করের প্রসঙ্গ টেনে এনে। লন্ডনে বন্ধুর বাড়ি থেকে একটি ভিডিও পোস্ট করে অনুরাগীদের উদ্দেশ্যে এদিন শ্রীনন্দা বলেন, "আমার বিবাহবিচ্ছেদের খবর পেয়ে ভালবাসা এবং সিম্প্যাথি দেখানোর জন্য ধন্যবাদ। তবে এটা জানিয়ে দিই, এটা অনেকদিন আগেই হয়েছে, সেদিন কেবল আনুষ্ঠানিক ঘোষণা করেছি। সেটার মানে এটা নয় যে আমি কষ্টে আছি। আমি ভাল আছি, খুশিতে আছি। কারণ একটা সময় আপনাকে বেছে নিতে হয় যে আপনাকে কী ভাল রাখে আর কী নয়। বিশেষ করে মহিলারা অনেক সময় এই ভাল থাকাটা বেছে নিতে পারে না, ভয় পায়। কিন্তু যদি মনে করো, কিছু তোমায় ভাল রাখবে, সেটাকে বেছে নাও। কিন্তু প্রতিটি গল্পেরই দুটো দিক থাকে। আমি তাই পিছু ফিরে দেখতে চাই না।" 

এই কথা বলার পরই হাসতে হাসতে এমন একটা কথা বলে বসেন শ্রীনন্দা যা শুনে অনেকেই চমকে উঠেছেন। কী বলেছেন? বিবাহবিচ্ছেদের ঘোষণা করেই জানালেন তিনি ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজতে চান। কিন্তু তা কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না। তাই অনুরাগীদের অনুরোধ করেন তাঁকে এই বিষয়ে সাহায্য করার জন্য। শ্রীনন্দা বলেন, "আমি যখন বিয়ে করেছিলাম তখন এসব টিন্ডার, বাম্বল এসব ছিল না। নতুন প্রজন্মের যারা আমায় ফলো করো, তারা আমায় এবার গাইড করো। আমিও ট্রাই করতে চাই। এটা নিরাপদ তো? কেন ট্রাই করব না? সবাই তো এসব নিয়ে কথা বলে। কুল তো। আমি জানি এসব নিয়েও মন্তব্য আসবে। কে পাত্তা দেয় তাতে? বলো না কী করে এক টিন্ডার, বাম্বল করতে হয়? যে মানুষগুলো আমায় ডিজার্ভ করে, তাদের সঙ্গে আলাপ হবে কী করে, বলো না?" 

শ্রীনন্দা এদিন এই ভিডিও পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। সেখানে কেউ জানিয়েছেন তিনি বাম্বল থেকেই স্বামীকে খুঁজে পেয়েছেন। কেউ আবার বলেন টিন্ডার থেকে মনের মানুষ পেয়েছেন। নেকরি তাঁকে সাহস জুগিয়েছেন ডেটিং অ্যাপ ব্যবহার করে নতুন শুরুর জন্য। 

রবিবার একটি বিবৃতি পোস্ট করে শ্রীনন্দা শঙ্কর লেখেন, "আমি এবং গেভ আইনত আলাদা হয়ে গিয়েছি। অনেকেই হয়তো বিষয়টা আগেই টের পেয়েছিলেন, কিন্তু বিষয়টা সর্বসমক্ষে আনার আগে, ঘোষণা করা আগে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল। জীবন তার চলা পথে কখনও অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে। আমাদের সেটা মেনে নেওয়া উচিত, বোঝা উচিত। শান্তি বজায় রেখে চলা উচিত। আমরা কৃতজ্ঞ আপনারা যে ভালবাসা এবং সমর্থন দেখিয়েছেন আমাদের সেটার জন্য। আমরা দুজনে যৌথভাবে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে নিয়েছি।" তবে কেন তিনি এবং গেভ সাতারাওয়ালা এই সিদ্ধান্ত নিয়েছেন সেটা খোলসা করেননি। কেবল জানিয়েছেন, "অনলাইনের টুকরো ছবি কখনও বৈবাহিক সম্পর্কের পুরো বাস্তবকে তুলে ধরতে পারে না।"

প্রসঙ্গত শ্রীনন্দা শঙ্কর এবং গেভ সাতারাওয়ালা ২০০৯ সালে সাতপাকে বাঁধা পড়েন। বাঙালি এবং পার্সি দুই মতেই তাঁদের বিয়ে হয়েছিল। তিনি পেশায় একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং মডেল হওয়ার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরও। সমাজমাধ্যমে নানা বিষয়ে তাঁকে মন্তব্য করতে দেখা যায়।