নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় চারিদিকে এখন শুধু প্রেমের গুঞ্জন। লন্ডনে ছবির শুটিংয়ের মাঝে নাকি কাছাকাছি এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং জীতু কমল কমল। তাঁদের সম্পর্ক নিয়ে একসময় নানান জল্পনা শোনা গিয়েছিল। এই প্রথম তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দুই তারকা। শুধু তাই নয়, জীতু কমলের পাশে দাঁড়িয়ে তাঁর নতুন সম্পর্কের জন্য শুভেচ্ছাও জানালেন শ্রাবন্তী। 

 

সম্প্রতি, মুক্তি পেয়েছে অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘বাবুসোনা’ ছবির ঝলক ও গান। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, জীতু কমল, পায়েল সরকার সহ ছবির কলাকুশলীরা। অনুষ্ঠানে এসে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ জীতু-শ্রাবন্তী। ছবির শুটিংয়ের দরুণ লন্ডনে একসঙ্গে অনেকটা সময় কাটানোয় পরস্পরকে ভাল করে চিনেছেন তাঁরা। শ্রাবন্তী জানান, তিনি ভাবতেন জীতু কমল বেশ রাগী, সেটের বাইরে কথাবার্তাও হয়তো বলবেন না। তবে পরে অবশ্যই সেই ধারণা বদলে যায় অভিনেত্রীর। অন্যদিকে, মানুষ হিসাবেও শ্রাবন্তী যে কতটা ভাল, তা মুক্তকণ্ঠে জানালেন জীতু। 

 

 

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তাঁদের প্রেমের গুঞ্জন। এ প্রসঙ্গে জীতুর মন্তব্য, “আমি যেমন অভিনয় করে আনন্দ পাই নিজের জন্য, তারপর দর্শকেরা আনন্দ পান, তেমনই সাংবাদিকেরা লিখে আনন্দ পান তাই এসব লেখেন। আমি তো ইচ্ছে করেই সামাজমাধ্যমে নানান ধরনের ছবি পোস্ট করি, যাতে সাংবাদিকেরা খবর লিখতে পারেন।” চুপ করে থাকেননি শ্রাবন্তীও- “এর থেকেই স্পষ্ট পর্দায় আমাদের জুটির কেমিস্ট্রি ঠিক কেমন হতে চলেছে যখন বাস্তবেই আমাদের সম্পর্ক নিয়ে এমন খবর ছড়িয়ে পড়েছে।”

 

নবনীতা দাসের সঙ্গে দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর আগেই  ইতি টেনেছেন জীতু কমল। তবে গত মাসে নিজের ‘নতুন প্রেম’ নিয়ে ফলাও করে সমাজমাধ্যমে লিখেছেন 'অপরাজিত' নায়ক। তাঁর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, বরফের মাঝে রহস্যময়ী নারীর হাতের উপর হাত রেখেছেন তিনি। সঙ্গে লিখেছিলেন, ‘‘ছয় বছর পর প্রেমে পড়লাম।’’ জীতুর এই ‘নতুন প্রেম’ নিয়ে কিন্তু মুখ খুলেছেন শ্রাবন্তী। “আমাকে অনেকেই বলেছেন ৬ বছর পর ফের নতুন করে প্রেমে পড়েছে জীতু। আমি শুভেচ্ছা জানিয়েছি, জীবনে ভাল থাকাটা খুব জরুরি। তাই প্রেম তো করতেই হবে।” কথা শেষ করেই হাসতে শুরু করেন অভিনেত্রী, তাতে যোগ দেন জীতু-ও।  আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই মুক্তি পাচ্ছে 'বাবুসোনা'।