এক নারী হাতে তরবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরাণী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 


শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র।

 

আগামী ১৩ আগস্ট এই ছবি নিয়ে এক বড়সড় ঘোষণা আসছে চলেছে। তারই ইঙ্গিত মিলল সমাজমাধ্যমে। এদিন 'দেবী চৌধুরাণী'র মোশন পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজনা সংস্থা ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই পোস্টারে দেখা যাচ্ছে, ত্রিশুল, তরবারির মতো একাধিক রক্তমাখা অস্ত্র পড়ে রয়েছে। চারিদিকে জ্বলছে আগুন। রণক্ষেত্রে যে বীরের জয় হয়েছে তা যেন স্পষ্ট এই মোশন পোস্টারে। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ADited Motion Pictures (@adited_motion_pictures)