Srabanti Chatterjee going to announce the release date of Devi Chowdhurani | Aajkaal
স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে বিরাট ঘোষণা করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়! কোন নতুন শুরুর অপেক্ষায় অভিনেত্রী?
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৫ ১৯ : ১৪
শেয়ার করুন
এক নারী হাতে তরবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরাণী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র।
আগামী ১৩ আগস্ট এই ছবি নিয়ে এক বড়সড় ঘোষণা আসছে চলেছে। তারই ইঙ্গিত মিলল সমাজমাধ্যমে। এদিন 'দেবী চৌধুরাণী'র মোশন পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজনা সংস্থা ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই পোস্টারে দেখা যাচ্ছে, ত্রিশুল, তরবারির মতো একাধিক রক্তমাখা অস্ত্র পড়ে রয়েছে। চারিদিকে জ্বলছে আগুন। রণক্ষেত্রে যে বীরের জয় হয়েছে তা যেন স্পষ্ট এই মোশন পোস্টারে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ADited Motion Pictures (@adited_motion_pictures)
এটি সমাজমাধ্যমে ভাগ করে লেখা হয়েছে, 'সন্নাসীদের আশীর্বাদে শুরু হয়েছিল এক বীর দেবীর গল্প। যাঁর সাহস আর তেজের সাক্ষী আছে গোটা ইতিহাস। আবারও ফিরছে দেবী চৌধুরাণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এক নতুন আখ্যান। ১৩ আগস্ট বিদ্রোহের ডাক ফিরছে। কারণ আসছে 'দেবী চৌধুরাণী'র টিজার।'
অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে ১৩ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবির টিজার। যা দেখার জন্য রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৮তম জন্মদিনে শুরু হয় এই ছবির প্রচারের কাজ। তিনি ‘দেবী চৌধুরানী’ উপন্যাসের স্রষ্টা৷ তাঁর নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মভিটেতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ সাহিত্য সম্রাটের বাড়ি থেকেই তাঁদের ছবি 'দেবী চৌধুরানী'র প্রচার শুরু করেছিলেন তাঁরা৷ এদিন তাঁরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেছিলেন৷
প্রসঙ্গত,শুভ্রজিৎ মিত্রের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’তে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। কিছুদিন আগে গায়িকা এবং নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লেখেন, ‘হাসি রাশি রাশি’।
ছবিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের ঝুলিতে ইতিমধ্যেই এসেছে জাতীয় পুরস্কার ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে তুমি যাকে ভালবাসো গেয়ে এই সম্মান পান ইমন। অন্য দিকে ২০২১ সালে ‘অভিযাত্রিক’ তৈরি করে এই পুরস্কার জিতে নেন শুভ্রজিৎ। দেবী চৌধুরানীর হাত ধরে তবে কি এবার শ্রাবন্তীর পালা? আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেছিলেন, “শ্রাবন্তী জাতীয় পুরস্কার পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ও এই ছবিতে যা অভিনয় করেছে, তা পুরস্কার পাওয়ার যোগ্য।”
শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকার ভূমিকায় নজর কাড়েন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে প্রথম সারির নায়িকাদের তালিকায় শামিল করেন নিজের নাম। বাণিজ্যিকের পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। কিন্তু ‘দেবী চৌধুরানী’তে তিনি যা করেছেন, দর্শক আগে তা চাক্ষুষ করেনি বলেই মনে করেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”