নিজস্ব সংবাদদাতা: বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। এবার এই তালিকায় নাম লেখাল সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছে নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’।

 

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে দেখা যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

 

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই নয়া উদ্যোগ। 

 

রবিবারে লাখ টাকার খেলা খেলবেন বাংলার তারকারা। রূপঙ্কর বাগচী, সমিধ, পৌষালি বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক তারকাদের দেখা মিলবে এদিন। গানে, গল্পে জমবে আড্ডাও। তারকাদের মধ্যে কার ভাগ্যে লক্ষ্মীলাভ হবে? জানতে হলে চোখ রাখুন সান বাংলার পর্দায়।