সংবাদ সংস্থা মুম্বই: শিরোনামে দক্ষিণী অভিনেত্রী রন্যা রাও। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। শরীরের বিভিন্ন অংশে এবং অন্তর্বাস ও পোশাকের মধ্যে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা নিয়ে দুবাই থেকে ভারতে এসেছিলেন তিনি। সব মিলিয়ে যার মূল্য প্রায় ১২.৫৬ কোটি টাকা! এই পাচারের খবর আগে থেকেই ছিল ডিআরআই গোয়েন্দাদের কাছে, তার ওপর ভিত্তি করেই সোমবার গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে। তবে এই প্রথম নয়, শোনা যাচ্ছে এর আগেও নাকি দুবাই থেকে ভারতে তিনি বিনা বাধায় সোনা পাচার করেছিলেন। গত ১৫ দিনে চারবার দুবাই উড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর এই ঘন ঘন দুবাই-ভারত সফর দেখেই সন্দেহ হয় ডিআরআই গোয়েন্দাদের। গ্রেফতারের পরে অভিনেত্রী দাবি করেন, তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। এইমুহূর্তে অভিযুক্ত অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে ডিআরআই-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
 
 
অভিনেত্রীর বাবা আইপিএস পদাধিকারী আধিকারিক। নাম, রামচন্দ্র রাও। আরও ভাল করে বললে সৎ বাবা। তিনি এইমুহূর্তে কর্ণাটকের রাজ্য পুলিশের হাউজিং কর্পোরেশনের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। সুতরাং, রন্যার এই সোনা পাচারের সঙ্গে কোনও পুলিশি যোগসাজশও আছে নাকি তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। উল্লেখ্য, ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ - এর হাত ধরে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি।
