নিজস্ব সংবাদদাতা: সৌরভ গাঙ্গুলিকে ছাড়া 'দাদাগিরি' যেন ভাবাই যায় না। তবে এবার নাকি এই শোয়ের সঞ্চালনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলার 'দাদা'। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই। 

 

 

সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি 'দাদাগিরি' অনুষ্ঠানের জন্য চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নবীকরণ করেননি। তবে কি এবার দাদার দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে? আপাতত শোনা যাচ্ছে, অন্য খবর। দাদার 'দাদাগিরি' বন্ধ হচ্ছে না। তবে এবার তিনি হাজির হবেন নতুন মোড়কে। বদলে যাচ্ছে প্ল্যার্টফর্ম। প্রতিপক্ষ চ্যানেলের সঙ্গে সৌরভ চুক্তিবদ্ধ হচ্ছেন বলে শোনা যাচ্ছে। 

 

 

সূত্রের খবর, 'বিগ বস' বাংলার সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোর পর থেকেই নাকি শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে, জি বাংলায় নয় এবার স্টার জলসায় নতুনভাবে ফিরছেন সৌরভ। যদিও এই বিষয়ে 'দাদাগিরি'র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনও সদুত্তর মেলেনি। অন্যদিকে, স্টার জলসা কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছেন।

 


'দাদাগিরি'র সঞ্চালনা দিয়েই বিনোদন দুনিয়ায় পা রাখেন সৌরভ। ২০০৯ থেকে ২০২৪, লম্বা সফর তাঁর। ১০টি সিজন সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। প্রত্যেক পর্বে নিজেকে নতুন করে উপস্থাপিত করেছেন।

 


প্রসঙ্গত, ২০১৫-য় ‘বিগ বস বাংলা’ প্রথম দেখানো হয় ইটিভি বাংলায়। সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। ২০১৬-য় এর দ্বিতীয় সিজন দেখানো হয়। সেই পর্বের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। দু’টি সিজনের পর আর শোটির সম্প্রচার হয়নি। এবার সৌরভ গাঙ্গুলির হাত ধরে নতুনভাবে আসে কিনা এই শো, সেটাই দেখার।