নিজস্ব সংবাদদাতা: চেনা ছক ভাঙতে বড়পর্দায় জুটি বাঁধছেন সৌরভ দাস ও পায়েল রায়। গল্পের মোড়ে টানটান উত্তেজনা নিয়ে আসছে 'গিরগিটি'। পরিচালনায় অর্পণ সরকার। 

 

এই কাহিনি গড়ে উঠেছে কোচবিহার থেকে কলকাতায় আসা একটি মেয়ের জীবনকে কেন্দ্র করে। অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং রহস্যময় অতীত নিয়ে আসা 'তানিয়া'কে ঘিরেই এগোয় গল্প। এই চরিত্রে থাকছেন পায়েল। 

 

ঘটনাচক্রে সে ভালবেসে ফেলে রিতেশ নামের এক সফল ব্যবসায়ীকে। এই চরিত্রে দেখা যাবে সৌরভকে। তারা দু'জনে একটা ক্যাফে খোলে এবং একসঙ্গে থাকাও শুরু করে রিতেশের বাড়িতে। কিন্তু তানিয়া কিছু কথা লুকিয়ে রেখেছে রিতেশের থেকে। এই সবের মাঝে 'জয়' নামের এক ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে তাদের জীবনে‌।এই চরিত্রে থাকছেন জ্যামি ব্যানার্জি। 

তানিয়াকে সে সবসময় নজরে রাখে। জয় কি তবে তানিয়ার অতীতের কোনও সত্যি জানে? তানিয়াই বা নিজের অতীত থেকে কেন পালাতে চায়? উত্তর মিলবে 'গিরগিটি'তে। 

 

ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "থ্রিলারে ভরপুর এই ছবির প্রতিটি মোড়ে থাকবে চমক। আমরা সবাই জানি গিরগিটি রং বদলায় , সেই রকম অনেক মানুষ আছেন যাঁরা সময়ে গিরগিটির মতো রং পাল্টান। সেই রকম এই ছবিতে সবকটা চরিত্র সময় মত রং বদলাচ্ছে। কিন্তু কোন কারণে প্রতিটি চরিত্র নিজের কাছে নিজের পরিচয় লুকিয়ে রাখছে, তার উত্তর দেবে এই ছবি।"

 

প্রসঙ্গত, ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।