নিজস্ব সংবাদদাতা: টলিউডের অন্যতম 'পাওয়ার কাপল' হিসাবে পরিচিত সৌরভ দাস ও দর্শনা বণিক। দেখতে দেখতে বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে ফেলেছেন দম্পতি। তাঁদের কাটানো নানা মুহূর্তকে ফ্রেমবন্দি করতে দেখা যায়। একে অপরের ভাললাগাকে গুরুত্ব দিতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন এই তারকা জুটি।
এই ছবি আরও একবার ধরা পড়ল সৌরভের জন্মদিনে। সোমবার মাঝরাতে কেক কেটে সেলিব্রেট করলেন বার্থডে বয় সৌরভ দাস। বেলুন দিয়ে সুন্দর করে সাজানো ঘর। সৌরভের জন্মদিনের এই প্ল্যানিংয়ের নেপথ্যে দর্শনা। সৌরভ জন্মদিন সেলিব্রেশনে বিশেষ জায়গা করে নিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২১ জানুয়ারি সুশান্তেরও জন্মদিন। সৌরভ-দর্শনা দুজনেই সুশান্তের ভক্ত। তাই নিজের জন্মদিনে সুশান্তের হয়েও কেক কাটলেন সৌরভ।
সমাজমাধ্যমে সৌরভের জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ ছবি-ভিডিও ভাগ করে নেন স্ত্রী দর্শনা। দেখা যায় গোটা ঘর সাদা ও সোনালি বেলুন দিয়ে সাজানো। দেওয়ালে লেখা 'হ্যাপি বার্থডে সৌরভ'। ঘর সাজানো থেকে কেকের আয়োজন সবটাই একা হাতে করেছেন দর্শনা। শুধু তাই নয়, নিজের হাতে সেমাইয়ের পায়েস বানিয়েও বরকে খাওয়ালেন তিনি। বউয়ের আয়োজন দেখে বেজায় খুশি সৌরভ। একে অপরকে জড়িয়েও এদিন ছবি ভাগ করতে দেখা যায় তারকা জুটিকে।
