নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। প্রেম থেকে বিয়ে সবটাই গোপনে সেরেছিলেন তাঁরা। দেখতে দেখতে বিয়ের পর একবছর কাটিয়ে ফেললেন তারকা দম্পতি।
জীবনের সুন্দর সময়গুলো সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। এদিকে, শীতের পারদ যখন কমছে তখন এক চাদরের নীচে আদরে-সোহাগে একেবারে মাখামাখি দু'জনে। সেই বিশেষ মুহূর্তের ছবিও সমাজ মাধ্যমে ভাগ করলেন সৌরভ।
নতুন বছরের সকলে কীভাবে ঘুম ভাঙে সেই ছবিই তুলে সৌরভ। সেই সঙ্গে পরিবারে নতুন সদস্য আসার সুখবরও দেন তিনি। যদিও দুই থেকে তিন হচ্ছেন না সৌরভ-দর্শনা। নতুন গাড়ি কিনেছেন জুটিতে। নতুন গাড়ি কেনার খুশি মা-বোনের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌরভ।
ছেলের ঘরে নতুন অতিথি আসার খবরে চোখের জল আটকে রাখতে পারেননি দর্শনার শাশুড়ি। সৌরভের ভাগ করে নেওয়া ছবিতে ফুটে উঠেছে সেই মুহূর্তের ঝলক। একগুচ্ছ ছবিতে খোশ মেজাজে গল্প করতেও দেখা যাচ্ছে শাশুড়ি-বউমাকে। নতুন গাড়িতে চেপে ছোট্ট ভিডিও-ও বানিয়েছেন সৌরভের বোন। শহর কলকাতায় নতুন গাড়ি নিয়ে ঘোরার কিছু ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেতা।
