সংবাদ সংস্থা মুম্বই: এক সময় একচেটিয়া বাজার দাপিয়েছে তাঁর গান। সঙ্গীত পরিচালক থেকে গায়ক, গায়ক থেকে বলিউডি নায়ক— সর্বত্রই নিজের ছাপ রেখেছেন তিনি। তবে, বলিউডের দর্শক-শ্রোতার কাছে সঙ্গীত পরিচালক এবং সুরকার হিসেবেই বেশি পরিচিত হিমেশ রেশমিয়া। অন্যদিকে, তাঁর অভিনয় নিয়ে মুগ্ধতার বদলে হাসাহাসি হয় বেশি। বিস্তর ট্রোলিংও ধেয়ে আসে তাঁর দিকে। হিমেশের পোশাক নিয়েও মাঝেমধ্যেই নেটপাড়ায় হাসির তুফান ওঠে। তবে এবার এই বলি-শিল্পীর বিষয়ে এমন একটি তথ্য ফাঁস করলেন তাঁর স্ত্রী যা শুনে সেই হাসির রোল বেড়েছে আরও!
হিমেশ তাঁর স্ত্রী সোনিয়া কাপুরের পডকাস্ট শো-এ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন। সেখানেই নানান গল্পগাছা করার ফাঁকে সোনিয়া জানান, নিজেকে নিয়ে বিভোর থাকেন হিমেশ। এতটাই যে ঘন্টার ঘন্টার পর নিজেকে আয়নায় দেখে কাটিয়ে দিতে পারেন। আর এই সময়টা অন্তত চার ঘন্টা! জানিয়েছেন সোনিয়া। আরও বলেন, “বাথরুমে তৈরি হওয়ার জন্যও এরকম সময় খরচ করে হিমেশ। সকাল ৯টায় বিমান ধরার থাকলে হলে তুমি ভোর ৩ টেতে বাথরুমে ঢোকো!” স্ত্রীয়ের মুখে একথা শুনে খানিক অস্বতিতে পড়ে যান হিমেশ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনওরকমে বলে ওঠেন, “নিজের শো-এর টিআরপি বাড়ানোর জন্য কেন ফালতু আমার নাম এসব বলছ!” হিমেশ যে ঘন্টার পর ঘন্টা ধরে আয়নায় স্রেফ নিজেকে দেখে যেতে পারেন, সে কোথাও জোর গলায় দাবি করেছেন সোনিয়া।
প্রসঙ্গত, ১৯৯৮-এ ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করে বলিউডে হাতেখড়ি হয়েছিল সঙ্গীত পরিচালক এবং সুরকার হিমেশের।
