সংবাদ সংস্থা মুম্বই: ২ জুন, সোমবার বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা পা দিলেন ৩৮-এ। জন্মদিনটা কাটালেন একেবারে নিজের মতো করে—ভরপুর হাসি, ঘনিষ্ঠ বন্ধু, আর স্বামী জাহির ইকবালের সঙ্গেই। চারপাশে ছিল হুল্লোড়, গান, কেক, আর আন্তরিকতা। কিন্তু এই উজ্জ্বল ছবির আড়ালেই যেন লুকিয়ে রইল একটা নিঃশব্দ প্রশ্ন—আর পাঁচজন তো এলেন, কিন্তু ভাইরা কোথায়?

 

সোনাক্ষীর শেয়ার করা ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি হাসিমুখে বসে আছেন, তাঁর কোলে বসে স্বামী জাহির, চারপাশে হিউমা কুরেশির মতো প্রিয় বন্ধুদের ভিড়। সকলে মিলে গলা মিলিয়ে গাইছেন জন্মদিনের গান, খুনসুটি চলছে পুরোমাত্রায়। কেক কেটে দিতেই একসাথে চিৎকার—“শুভ জন্মদিন সোনু!” সোনাক্ষীর চোখেমুখে খুশির আলো, কিন্তু ভিডিওটা যতই ভাইরাল হোক, চোখে পড়ার মতো একটাই জিনিস—সিনহা পরিবারে এই উৎসবে অনুপস্থিত দুই ভাই, লব এবং কুশ।

 


তাঁর এই নির্ভেজাল আনন্দের প্রকাশেই কোথাও যেন ঢাকা পড়ে যাচ্ছে এক দীর্ঘ-প্রতীক্ষিত পারিবারিক স্বীকৃতির অভাব। গত বছর ২৩ জুন, সাত বছরের প্রেম পর্বের পর জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। কিন্তু খবরের শিরোনামে তখন উঠে এসেছিল এক চাঞ্চল্যকর তথ্য—ভিনধর্মে বিয়ে করেছেন বলে নাকি সোনাক্ষীর দুই ভাই সেই বিয়েতে উপস্থিত ছিলেন না, এমনকি যোগাযোগও নাকি আর রাখছেন না। সেই দূরত্বের প্রভাব যে এখনও রয়ে গেছে, তারই যেন অব্যক্ত প্রমাণ এই জন্মদিনের অনুপস্থিতি।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sonakshi Sinha (@aslisona)