নিজস্ব সংবাদদাতা: দর্শককে বিনোদনের খোরাক যোগাতে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর জুরি মেলা ভার। অন্যদিকে, সিনেপ্রেমীদের কাছে নতুন গল্পের রসদ নিয়ে হাজির হয় প্রযোজনা সংস্থা 'এসভিএফ'। এবার দুই-এ মিলে নিয়ে আসছে বছরভর বিনোদন। শুক্রবার 'এসভিএফ' ও 'হইচই'-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের। 

'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে 'এসভিএফ' এবং 'হইচই'-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা হল। সেখানেই দুটি সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার ও সন্দীপ্তা সেনকে। আসছে তাইল্যান্ডের প্রেক্ষাপটে সোহিনী সরকার ‌অভিনীত অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ 'নাগমণির রহস্য'। পরিচালনায় সায়ন্তন ঘোষাল।

 

অন্যদিকে বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প বলবে 'বীরাঙ্গনা'। সন্দীপ্তা সেন অভিনীত এই সিরিজটির পরিচালক নির্ঝর মিত্র।


অন্যদিকে, শুরু হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের বিশেষ বিভাগ 'হইচই টিভি প্লাস'। ধারাবাহিকের মতো প্রতি দিন বা সপ্তাহে একটি করে এপিসোড আসবে দর্শকের জন্য। এক কথায় টেলি সিরিজ। সদ্যবিবাহিত এক মহিলার লড়াইয়ের গল্প বলবে 'আতঙ্ক'। মুখ্য চরিত্রে থাকছেন স্বস্তিকা দত্ত।