সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

সোহাকে সাবধানবাণী মা শর্মিলার!


কুণাল খেমুর সঙ্গে বিয়ের আগে বহু বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন সোহা আলি খান। কিন্তু কুণালের সঙ্গে তাঁর বিয়ের আগে মা শর্মিলা ঠাকুর তাঁকে সাবধানবাণী দিয়েছিলেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সোহা জানান, তাঁর মা নিজে অভিনেত্রী হলেও কোনও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াতে বারণ করেছিলেন। কারণ তাঁর মনে হত, অভিনেতারা খুব অহংকারী হন আর ব্যক্তিগত জীবনে সুখী হন না। তাই মেয়েকে সহ-অভিনেতাকে বিয়ে করতে বারণ করেন শর্মিলা।‌ যদিও সোহার কুণালের সঙ্গে বিয়ের পর মা শর্মিলার এই ধারণা বদলে যায় বলে জানান সোহা।


প্রেম প্রসঙ্গে সরব অর্জুন


মালাইকা অরোরার সঙ্গে‌ বিচ্ছেদের পর প্রেম প্রসঙ্গে ফের সরব অর্জুন কাপুর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এখন আমার কাছে প্রেমের সংজ্ঞাটা একটু আলাদা। দু'জন মানুষের একসঙ্গে থাকা মানেই তাঁদের মধ্যে ভালবাসা আছে, তা নয়। একে অপরের থেকে দূরে থেকেও যদি প্রেম থাকে, অপেক্ষা থাকে সেটাই আসল ভালবাসা।"


স্বামীর প্রাক্তন স্ত্রীর মুখোমুখি করিশ্মা 

 

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রথম স্ত্রীকে দেখে এ কী করলেন করিশ্মা! এই গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। নন্দিতা মহাতানির সঙ্গে সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ হয় ২০০১ সালে, এরপর ২০০৩ সালে করিশ্মাকে বিয়ে করেন তিনি। ভাইয়ের সঙ্গীতে নন্দিতাকে দেখে যদিও একটুও বিস্মিত হননি করিশ্মা। বরং নিজের মতো করে আনন্দ করতে দেখা যায় তাঁকে।