ব্যস্ততম দুনিয়ায় সমাজমাধ্যম যেন ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দৈনন্দিন জীবনের সঙ্গে। সুখ-দুঃখ, জীবনের সাফল্য-ব্যর্থতা, প্রেম-বিচ্ছেদ সবটাই খুব সহজে ধরা পড়ে সমাজমাধ্যমে। যদিও নিজের ব্যক্তিগত জীবনকে তুলে ধরার পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হওয়াও এখন 'ট্রেন্ডিং'। 

 

 

হাসি-মজা থেকে সমাজের নানা অজানা ছবিকে নিজেদের মতো করে ফ্রেমবন্দি করেন বহু ইনফ্লুয়েন্সাররা। সমাজমাধ্যমে খ্যাতি পাওয়ার পর তাঁদের অনুরাগী সংখ্যা অনেকসময় ছাড়িয়ে যায় কোনও পরিচিত তারকাকেও। এমনই একজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার হলেন প্রেরণা দাস। যাঁকে ঘিরে চর্চা চলতে থাকে প্রতিনিয়ত। 

 

আরও পড়ুন: 'এই পুরস্কার ভরসা দিল...' বাংলা ছবি 'ডিপ ফ্রিজ' জাতীয় পুরস্কার পাওয়ায় আর কী বললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়?

 

কাজের সূত্রে অনেকের সঙ্গে কোলাব করে ভিডিও বানাতে দেখা যায় প্রেরণাকে। তাঁর মজার কনটেন্ট ও অসাধারণ অভিনয় সত্তা মন ছুঁয়ে যায় দর্শকের। কিন্তু তাঁকে ঘিরে চর্চা কমে না। প্রেরণার ব্যক্তিগত জীবন নিয়েও ব্যাপক কৌতূহল তাঁর অনুরাগীদের মনে। কিছুদিন আগে পর্যন্ত আরও এক কনটেন্ট ক্রিয়েটর সৈকত দের সঙ্গে নাম জুড়েছিল তাঁর। নেটপাড়ায় খবর ছড়িয়েছিল তাঁরা নাকি প্রেম করছেন। এরপর হঠাৎ একদিন সামনে আসে প্রেরণা-সৈকতের বিয়ের ভিডিও! ব্যাস, সেই থেকে গুঞ্জন আরও বেড়ে যায়। তবে সেই ভিডিও যদিও বিজ্ঞাপনী সংস্থার জন্য তৈরি হয়েছিল। কিন্তু সেটা জানার পরেও চর্চা থেমে থাকেনি। 

 

 

 

এরপর সৈকত প্রকাশ্যে আনেন নিজের প্রেমিকাকে। এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের 'সোনা' অর্থাৎ নিশা পোদ্দারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৈকত। একাধিকবার তাঁরা একসঙ্গে ভিডিও করেছেন। প্রেম পর্ব অনেকদিন ধরে চললেও এতদিন সৈকত বা নিশা কেউই তা সামনে আনেননি। তবে এবার ধীরে ধীরে নিজেদের সম্পর্কের কথা সামনে আনছেন তাঁরা। অন্যদিকে, প্রেরণার প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কার সঙ্গে প্রেম করছেন তিনি?

 

 

 

বিশ্ব প্রেমিকা দিবস উপলক্ষে, নিজের প্রেমিকের পরিচয় সামনে আনলেন প্রেরণা। তিনি প্রেম করছেন সার্থক গুপ্তর সঙ্গে। সার্থক পেশায় ব্যবসায়ী হলেও প্রেরণার সঙ্গে বহু কনটেন্টে দেখা গিয়েছে তাঁকে। প্রথমে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও এবার নিজেরাই প্রকাশ্যে আনলেন সেই খবর। সমাজমাধ্যমের সূত্রেই অনুরাগীদের সঙ্গে পরিচিতি বলে, সমাজমাধ্যমকেই সুখবর দেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিলেন তাঁরা।

 

 

সার্থকের সঙ্গে বেশ কয়েকটি মিষ্টি ছবি ভাগ করেছেন প্রেরণা‌‌। যেখানে দেখা যাচ্ছে 'ওয়ার্ল্ড বেস্ট গার্লফ্রেন্ড'-এর তকমা পেয়েছেন প্রেরণা। আসলে একটা কেকের উপর লেখা রয়েছে এই কথা। এই ছবিগুলো সমাজমাধ্যমে ভাগ করে প্রেরণা লেখেন, 'দয়া করে নজর দেবেন না।' এই পোস্ট ছড়িয়ে পড়তেই নেটিজেনদের শুভেচ্ছাবার্তা ভরে গিয়েছে। অনেকে আবার এ-ও বলছেন যে, এটাও কোনও ভিডিওর অংশ। তবে এবার আর সেটা হবে বলে মনে করছেন না প্রেরণার অনুরাগীরা। কারণ, তাঁদের প্রিয় কনটেন্ট ক্রিয়েটর যে এবার সত্যিই প্রেমে পড়েছেন, তা নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। তাই এই ছবি প্রেরণা ভাগ করতেই তাঁরা কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা নিয়ে প্রশ্ন শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। যদিও এর উত্তর এখনও পর্যন্ত দেননি তিনি।

 

 

 

প্রসঙ্গত, শুধু সমাজমাধ্যমে নিত্য নতুন কনটেন্ট নয়, প্রেরণাকে আগামীতে দেখা যাবে সিরিজেও অভিনয় করতে। অভিনেতা অরুণাভ দের পরিচালনায় আসছে ডার্ক কমেডি থ্রিলার সিরিজ 'কনটেন্ট'। যেখানে একসঙ্গে দেখা যাবে সৈকত ও প্রেরণাকে। এছাড়াও ওটিটি চ্যানেল 'ডিডা'য় আসছে নতুন মিনি সিরিজ 'সখী ভালবাসা কারে কয়'। ডার্ক লাভ স্টোরি হতে চলেছে এই সিরিজটি। এর ট্যাগলাইন- 'ভালবাসলে ঘৃণা করতেও জানতে হয়'।

 

 

 

মুখ্য চরিত্রে দেখা যাবে অরুণাভ দে, প্রেরণা দাস, শুভদীপ গুহ রায়, অমৃতা দেবনাথ, অর্পিতা সরকার। গল্পে দুই জুটি? নাকি বন্ধুত্ব কোন গল্প ফুটে উঠবে? তা এখনও পর্যন্ত খোলসা না হলেও এই মিনি সিরিজে যে ভালবাসার এক 'ডার্ক সাইট' ফুটে উঠবে তা স্পষ্ট।