সংবাদ সংস্থা মুম্বই: “এই সম্পর্ক ২৫ বছরের। এবার সময় এসেছে আবার দেখা করার...”— দু’ হাত জোড় করে নমস্কারের সঙ্গে-এ এই সংলাপেই আবার ফিরে এলেন ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী বিরানি'। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!

 

সম্প্রতি, ষ্টার প্লাস-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত এই ধারাবাহিকের প্রথম ঝলক। তাতে দেখা যায়, একটি পরিবার খেতে বসে আলোচনা করছে— “তুলসী কি আবার ফিরবে?” ঠিক তখনই দেখা যায় সাদা শাড়ি-পরা এক যুবতী, তুলসী গাছের সামনে পুজো দিচ্ছেন। আর সেই পরিচিত কণ্ঠে উচ্চারণ, “আমি আসবই… কারণ আমাদের সম্পর্ক ২৫ বছরের।”

 

হ্যাঁ, স্মৃতি ইরানি ফিরছেন, আবার সেই তুলসী হয়েই! কবে, কখন দেখা যাবে এই ধারাবাহিক?   ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন তুলসী ও তাঁর পরিবারকে।  জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।

 

‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’- সম্পর্কে কী বললেন স্মৃতি ইরানি? এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তথা বিজেপি নেত্রী বললেন, “ ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’তে ফিরে আসা মানে শুধু এক চরিত্রে ফেরা নয়, এটা এক এমন গল্পে ফেরা, যা ভারতীয় টেলিভিশনকে বদলে দিয়েছিল। এই ধারাবাহিক শুধু আমাকে জনপ্রিয়তা দেয়নি, এর মাধ্যমে আমি কোটি কোটি ঘরের সঙ্গে আবেগের সেতু গড়তে পেরেছিলাম।”

 

রাজনীতিতে আজ তিনি কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু 'তুলসী'-র নাম আজও তাঁর সঙ্গে জড়িয়ে আছে— এটাই তাঁর জনপ্রিয়তার আসল জায়গা।এইবার ‘কিঁউকি ২’-এ থাকবে একেবারে নতুন প্রজন্মের গল্প। থাকবে আগের মতো পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা, ভালবাসা, বিশ্বাস আর সেই অদ্ভুত চেনা ঘরোয়া গন্ধ। তবে যেভাবে পেশ করা হবে এই ধারাবাহিক, তাতে পাওয়া যাবে আধুনিকতার ছোঁয়া। আর ক্যামেরার ফ্রেমে পুরনো তুলসী’র ছায়া যেন এক নস্ট্যালজিয়ার মায়াজাল তৈরি করে।

 

২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। প্রশ্ন একটাই— আজকের দর্শকও কি আবার তুলসীকে ততটাই ভালবাসবে? উত্তর পাওয়া যাবে ২৯ জুলাই থেকে। কিন্তু তার আগেই স্পষ্ট— তুলসী ফিরেছেন, আবেগ আর স্মৃতির হাত ধরে। আর যেখানেই তুলসী, সেখানেই শুরু হয় গল্পের নতুন পর্ব।

অবশ্য নির্মাতাদের আশা, এ গল্প— ছেড়ে ওঠা যাবে না একটুও!