নিজস্ব সংবাদদাতা: বরাবরই প্রতিবাদী এবং স্পষ্টবাদী পরিচিতি পেয়ে এসেছেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। সমাজ মাধ্যম হোক কিংবা মঞ্চে জোর গলায় নিজের মনের কথা বলেন তিনি। নতুন বছরের শুরুতেও তার অন্যথা হল না। সমাজ মাধ্যমে তুলে ধরলেন বেশকিছু প্রশ্ন। যা নিয়ে নাকি বিভ্রান্তিতে আছেন লগ্নজিতা।
তিনি লেখেন, "কিছুদিন আগে, আমার সঙ্গে আমার এক বন্ধুর দেখা হয়। সে গিয়েছিল দিলজিতের কনসার্টে। আমি ওকে স্বাভাবিকভাবেই কনসার্ট নিয়ে নানা প্রশ্ন করছিলাম। ও নিজেও অনেক ভাল ভাল কথা বলছিল। আর এরপর আমি ওকে প্রশ্ন করি, দিলজিতের কোন গান ওর সবচেয়ে প্রিয়। ও কেমন দ্বিধা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকল।"
লগ্নজিতা আরও লেখেন, "এরপর ওর কাছে দিলজিতের গাওয়া ৩টি গানের নাম জানতে চাই। সে অনেক ভেবে তারপর জবাব দিল, 'আমি ঠিক নিশ্চিত না। আসলে অত মন দিয়ে তো শুনিনি কখনও। দিলজিতের আচরণ খুব ভাল লাগে।' এরপর আমি ওকে অরিজিৎ সিং-এর ৩টে গানের নাম জানতে চাই। ও কখনও অরিজিতের কনসার্টে যায়নি, তাও গড়গড় করে অনেকগুলো গানের নাম বলে দেয়।"
এরপর গায়িকা লেখেন, "আমার নতুন বছর শুরু হল বিভ্রান্তি দিয়ে। এখন কি প্রচার, জনসংযোগই সব। এদিকে কনসার্ট থেকে আসা লোক, একটা গানের নামও বলতে পারছে না। এদিকে মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম তারকা অরিজিৎ, সুনিধি, শ্রেয়ারা এত ভাল কাজ করছেন। আমি সত্যিই খুব বিভ্রান্ত।"
