নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেতা রণজয় বিষ্ণু। শুক্রবার অনুরাগীদের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা যায় তাঁকে। সেখানে প্রিয় অভিনেতাকে পাশে পেয়ে অনুরাগীরা দাবি করে বসেন, তাড়াতাড়ি শ্যামৌপ্তির সঙ্গে চারহাত এক করার। এমন দাবি শুনে মুখে কিছু না বললেও লজ্জায় লাল হয়ে ওঠেন রণজয়।
এদিকে, জন্মদিনের সকালে সমাজমাধ্যমে আদুরে বার্তা দিলেন চর্চিত প্রেমিকা শ্যামৌপ্তি। যদিও নিজেদের প্রেমে এখনও সিলমোহর দেননি তাঁরা। শ্যামৌপ্তির পোস্টে দেখা যায় দু'জনের একাধিক অদেখা ছবি। কোথাও দেখা যাচ্ছে রণজয়ের ঘাড়ে হাত দিয়ে সেলফির জন্য পোজ দিয়েছেন অভিনেত্রী। তো কোথাও আবার তাঁদের মিউজিক ভিডিও শুটের সময় লাদাখে তোলা ছবিতে রণজয়ের হাত ধরে বসে আছেন শ্যামৌপ্তি।
এই ছবিগুলো পোস্ট করে এদিন শ্যামৌপ্তি লেখেন, 'ভাল মানুষ তুমি, এই সততা এবং সামাজিকবোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক। এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে যাও আরও ভাল কাজ করো। পাশে আছি। শুভ জন্মদিন, ভাল থাকো, হাসিখুশি থাকো।'
তবে কি এভাবেই সারাজীবন রণজয়ের পাশে থাকার বার্তা দিলেন শ্যামৌপ্তি? প্রশ্ন নেটিজেনদের।
