নতুন বছর দারুণ প্রত্যাশার সঙ্গে শুরু করতে চলেছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। গত বছরের শেষে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত প্রথম সিরিজ 'রঙ্কিণী ভবন'। এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। শ্যামৌপ্তিকে দেখা যেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এ। 

 

ইতিমধ্যেই মহিষাদলে শুরু হয়েছে ছবির শুটিং। রবিবারেই প্রথম কাজ শুরু হল এই ছবির। এই ছবিটি ঠিক কোন ঘরানার, তা এখনই খোলসা করতে চাননি পরিচালকদ্বয়। তবে তিনি জানিয়েছেন, ছবির মধ্যে যেমন রহস্য থাকবে, তেমনই থাকবে ড্রামা। সব মিলিয়ে জমজমাট আর মনোগ্রাহী হবে ছবির চিত্রনাট্য। পোস্টার দেখেই বোঝা যায়, এই ছবিতে বিড়ালের একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে।

 

ছবির একটি পোস্টারে দেখা হচ্ছে উলের বল, কাটার পাশাপাশি একটি আতস কাচ রাখা। আরেকটি পোস্টারে দেখা যাচ্ছে একটি বিরাটাকার রাজবাড়ির সামনে বসে রয়েছে সাদা রঙের বিড়াল।


শ্যামৌপ্তিকে ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়।উল্লেখ্য, এই ছবির হাত ধরে বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।

 


প্রসঙ্গত, ২০২৪ সালে মুক্তি পাওয়া বহুরূপী বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম চর্চিত, প্রশংসিত এবং ব্যবসা করা ছবি। সেই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় এবং জুটি দারুণ ভাবে নজর কেড়েছিল। এবার সেই ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু মুক্তি পাবে ২০২৬ সালেই। কিন্তু কবে? সেই দিনক্ষণ এখনই ঘোষণা করা হয়নি। দর্শক অনুমান করছে হয়তো পুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। অভিনয় কারা থাকবেন সেটাও এখনও স্পষ্ট নয়। ছবির পোস্টারে এক ব্যক্তির মুখ এবং আঙুলের ছাপ দেখা যাচ্ছে। বলাই বাহুল্য সবটাই সোনালি রঙের। এই ছবির পরিচালনা করবেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 
এছাড়া 

 


এছাড়া জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত রয়েছেন। আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন বড়পর্দায় আসছে ছবিটি। 

 

 

প্রসঙ্গত, চলতি বছরেই ২৫ বছর হতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের। আর সেই উপলক্ষ্যে দর্শককে দারুণ চমক দিতে চলেছে এই প্রযোজনা সংস্থা।