সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
আইটেম নাচে শ্রদ্ধা
'পুষ্পা ২: দ্য রুল' ছবির আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে অনেক দিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। দিশা পাটানি, তৃপ্তি দিমরি সহ আরও অনেক অভিনেত্রীর নাম উঠে এসেছে আইটেম গানের জন্য। তবে এই আইটেম গান নিয়ে নতুন খবর সামনে এসেছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবির আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি নির্মাতারা।
প্রস্তুতি শুরু শোভিতা-নাগার বিয়ের
শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্য ডিসেম্বরেই সারতে চলেছেন সামাজিক বিয়ে। সোমবার শোভিতা নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন। শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ রীতি।
সোমবার সোশ্যাল মিডিয়ায় শোভিতা তাঁর বাড়ির নিয়মনীতির কিছু ঝলক তুলে ধরলেন। তেলুগু নিয়মে প্রাক-বিবাহ অনুষ্ঠানের এক জনপ্রিয় রীতি অনুষ্ঠিত হল এদিন। এই সাবেকি রীতিতে বর ও কনে একসঙ্গে গম, হলুদ পেষাই করে পাথরের ওপর। একসঙ্গে পথচলার প্রথম ধাপ হিসেবে ধরা হয় এই রীতিকে। যদিও এই রীতিতে শোভিতাকে একাই দেখা গেল।
১০কোটির প্রস্তাব ফেরালেন অনিল!
বলি অভিনেতাদের অনেককেই দেখা যায় পান মশলার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হতে। এই তালিকায় দেখা যায় অজয় দেবগণ, অক্ষয় কুমার, শাহরুখ খানের মতো তারকাদের। কিন্তু এবার উল্টো পথে হাঁটলেন অনিল কাপুর। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এক নামী পান মশলার বিজ্ঞাপন সংস্থার তরফে তাঁর কাছে ১০কোটি টাকার প্রস্তাব যায়। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা। এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, তাঁর অনুরাগীদের কখনওই তিনি ভুল দিশা দেখাতে চান না।
শ্রদ্ধাকে 'স্ত্রী ২'র বিশেষ উপহার তাবুর
'স্ত্রী ২'-এর সাফল্যের পর অনুরাগীদের সংখ্যা যেমন বেড়েছে শ্রদ্ধা কাপুরের তেমনই সহকর্মীদের থেকেও পেয়েছেন প্রশংসা। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "স্ত্রী ২ দেখার পর তাবু আমায় বাহবা জানান। সেই সঙ্গে একটি সুগন্ধি উপহার হিসাবে পাঠান আমার জন্য। যার উপরে 'স্ত্রী' লেখা ছিল। এই উপহার আমার জন্য খুব বিশেষ।"
