সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। ইন্সটাগ্রামে অনুসরণকারীদের সংখ্যা ৯১.৪ মিলিয়ন পেরিয়েছিলেন অভিনেত্রী। যেখানে নরেন্দ্র মোদীর অনুসরণকারীদের সংখ্যা ৯১.৩ মিলিয়ন। এই সাফল্যের মাধ্যমে ইন্সটাগ্রামে ভারতের তৃতীয় সর্বোচ্চ অনুসরণকারী হয়ে উঠেছিলেন শ্রদ্ধা। কিন্তু এবার তিনি পেরোলেন আরও এক মাইল ফলক। ইন্সটাগ্রামে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অনুসরণকারী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জায়গাটিও কেড়ে নিলেন শ্রদ্ধা।
বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া অনুরাগীদের সংখ্যা পেরোল ৯১.৯ মিলিয়ন। আর প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগীদের সংখ্যা সেখানে ৯১.৮ মিলিয়ন। অর্থাৎ বিরাট কোহলির পরেই নিজের জায়গা পাকা করে নিলেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থাকলেও এর আগে এক ধাক্কায় এত অনুরাগী সংখ্যা বৃদ্ধি পায়নি বলিউডের কোনও নায়ক,নায়িকার। তাই নেটিজেনরা মনে করছেন, 'স্ত্রী ২'-এর সাফল্য তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে।
প্রসঙ্গত, নিজের রুজিরুটি থেকে শুরু করে জীবনের বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন শ্রদ্ধা। তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও প্রায় চর্চায় থাকে। চর্চিত প্রেমিক রাহুল মোদির সঙ্গেও একটি ছবি একবার ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে তাঁদের প্রেম চর্চা। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি দু'জনের কেউই।
