নিজস্ব সংবাদদাতা: কাছাকাছি এসেও যেন দূরত্ব ক্রমে বেড়েই যাচ্ছে সূর্য ও দীপার মধ্যে। তাদের মাঝে এখন হাজির চারু। সূর্যর সঙ্গে দীপার মিল হওয়ার পরিবর্তে সূর্য-চারুর এনগেজমেন্ট! 'অনুরাগের ছোঁয়া'র মহাপর্বে কী চমক আসতে চলেছে?

 

সূর্য-দীপা আবার কাছাকাছি এলেও পরিস্থিতির চাপে এক হতে পারছে না। এদিকে একে অপরকে চিনতে না পারলেও দুই মেয়ে সোনা-রূপাও ধীরে ধীরে কাছে আসছে। সূর্য-দীপা থাকবে কিন্তু তাদের মাঝে তৃতীয় ব্যক্তি থাকবে না তা কী করে হতে পারে?

 

 গল্পে সূর্য ও সোনার জীবনে একটা বড় জায়গা দখল করে রেখেছে চারু। সোনার ইচ্ছায় এনগেজমেন্ট হতে চলেছে সূর্য ও চারুর। কিন্তু সূর্যর মন পড়ে আছে দীপার কাছেই। সূর্যকে ভালবাসলেও ত্যাগ স্বীকার করতে রাজি দীপা। তাই চোখে জল নিয়েও সূর্য ও চারুর এনগেজমেন্ট পার্টিতে হাজির সে। 

 

কিন্তু দীপাকে দেখে নিজের মনস্থির রাখতে পারল না সূর্য। নিজের মনের কথা গানে গানে বুঝিয়ে দিল সে। এরপর কি এনগেজমেন্ট থেকে পিছিয়ে আসবে চারু? নাকি এই ঘটনার পরও সূর্যকে নিজের করে নিতে চাইবে সে? ১৬ ডিসেম্বর ১ ঘন্টার মহা পর্বে সেটাই দেখতে পাবেন দর্শক। 

 

এই দৃশ্যের শুটিং এর মাঝে মজার আড্ডায় ধরা দিলেন সূর্য ও চারু। জমকালো পোশাকে এদিন দারুণ দেখাচ্ছিল দু'জনকে। পর্দার 'সূর্য' অর্থাৎ দিব্যজ্যোতি দত্তর কথায়, "দীপা কে ছাড়া আমি বেরঙিন ও ফ্যাকাশে।" সঙ্গে সঙ্গে 'চারু' অর্থাৎ নবনীতার জবাব, "সূর্যকে ছাড়া আমিও কিন্তু বেরঙিন ও ফ্যাকাশে।" এনগেজমেন্ট পার্টিতে চোখে জল সূর্য-দীপা-চারু তিনজনেরই। 

 

কিন্তু ক্যামেরা বন্ধ হতেই হাসাহাসি শুরু হয়ে যাচ্ছে তাদের মধ্যে। অনেকেই ভাবছেন এই এনগেজমেন্ট হবে না। তবে 'দীপা' অর্থাৎ স্বস্তিকার কথায়, "সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, হয়ে যেতেও পারে এবং তারপরে হয়তো ঘটতে পারে বড় কোনও ঘটনা'। তাই ঠিক কী ঘটতে চলেছে এই বিশেষ দিনে, তা জানতে হলে অবশ্যই স্টার জলসায় দেখতে হবে 'অনুরাগের ছোঁয়া'।"