টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

শিল্পার শিল্প শেষ

শিল্পা শেট্টি এবং তাঁর পরিবার ফের বিপদে। বলিউড অভিনেত্রী এবং তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার কয়েক সপ্তাহ পর শিল্পা এখন ঘোষণা করেছেন যে, তিনি মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তার অন্যতম রেস্তোরাঁ বাস্টিয়ান বন্ধ করে দিচ্ছেন।
মঙ্গলবার শিল্পা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে এই খবরটি জানান। তিনি লেখেন, “এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটছে, কারণ আমরা বিদায় জানাচ্ছি মুম্বইয়ের অন্যতম প্রতীকী স্থান– বাস্টিয়ান বান্দ্রাকে। একটি জায়গা যা আমাদের অসংখ্য স্মৃতি, ভোলার নয় এমন রাত, আর শহরের নৈশজীবনকে গড়ে তোলার মুহূর্ত উপহার দিয়েছে, সেটিই এখন শেষ পর্দা নামাচ্ছে।”


এলির আত্মীয় বিয়োগ

এলি আবরাম সদ্য তাঁর ঠাকুরমাকে হারিয়েছেন। সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে শোকাহত অভিনেত্রী। ৩১ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এলির ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এলি। সেখানে ঠাকুমার সঙ্গে আবেগঘন সব মুহূর্তের কথা তুলে ধরেছেন তিনি।

একটি ক্লিপে তাঁদের একসঙ্গে মদার গোঁফ ফিল্টার ব্যবহার করে হাসতে দেখা গিয়েছে, অন্য একটিতে ঠাকুরমা-নাতনি একসঙ্গে নাচ করছেন। এবং তৃতীয়টিতে এলি তার ঠাকুরমার উপর চুম্বন বর্ষণ করছেন। শেষ ছবিটিতে দেখা গিয়েছে পরম যত্নে ঠাকুরমার হাত ধরে আছেন এলি। যে মুহূর্তগুলি এখন অতীত, সেগুলিকেই যেন আঁকড়ে ধরতে চাইছেন তিনি।

পবনের বিপদ

ভোজপুরি সুপারস্টার পবন সিং বারাণসীতে নতুন করে ঝামেলায় পড়েছেন। যেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে ক্যান্ট পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে ১.৫৭ কোটি টাকার জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।

পবন সিং, প্রেমশঙ্কর রাই, তাঁর স্ত্রী সীমা রাই এবং পরিচালক অরবিন্দ চৌবের বিরুদ্ধে ভোজপুরি ছবিতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে এক হোটেল ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮ এবং ৫০৬ ধারায় এই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


ইলিয়ানার জীবন

ফ্রিডম টু ফিড লাইভ সেশনে নেহা ধুপিয়ার সঙ্গে এক আন্তরিক কথোপকথনে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ জানিয়েছেন যে, তিনি বর্তমানে ছবিতে ফিরে আসার পরিকল্পনা করছেন না। বরং, তাঁর মনোযোগ সম্পূর্ণরূপে তাঁর মাতৃত্বের যাত্রাকে আরও বেশি সমৃদ্ধ করার দিকে। মাইকেল ডোলানের সঙ্গে বিবাহিত ইলিয়ানা এখন দুই ছেলের মা। এই দম্পতি তাঁদের প্রথম সন্তান, কোয়া ফিনিক্স ডোলানকে ১ আগস্ট, ২০২৩ সালে এবং তাদের দ্বিতীয় পুত্র, কিয়ানু রাফে ডোলানকে চলতি বছরের ১৯ জুন স্বাগত জানিয়েছেন। বলিউড থেকে দূরে কী ভাবে নিজের জীবন তাঁরা সুন্দর করে সাজিয়েছেন, তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন নায়িকা।

তাঁর কথায়, “আমি জানি না মানুষ আমাকে কতটা মিস করে। আমি জানি এই পৃথিবী কতটা অস্থির। আর আমি সেটা মেনে নিয়েছি। আমি আমার কাজকে সত্যিই ভালবাসি, আর এটাকে ভীষণ মিস করি। আমি পর্দায় থাকা, বিভিন্ন চরিত্রে অভিনয় করা, সেটে থাকা আর অসাধারণ মানুষের সঙ্গে কাজ করা খুব মিস করি। আর আমি অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ করার সুযোগও পেয়েছি। আমি সত্যিই সব কিছু মিস করি। আমি খুব চাই আবার ফিরে আসতে। কিন্তু আমি একই সঙ্গে চাই আমার ছেলেদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের যত্ন নিতে। বিশেষ করে যেহেতু আমি সব কিছু নিজেই সামলাচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত আমি সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত না হচ্ছি, আমাকে এখানে থাকতে হবে এবং তাদের দেখাশোনা করতে হবে। তবে হয়তো শিগগিরই। আমি জানি না কতটা শিগগির।”