শেহনাজ গিলকে মাথায় তুলে রাখেন ভক্তরা। অভিনেত্রী যা-ই করুন, সবেতেই তাঁর পাশে থাকাই যেন দস্তুর। তবু নেটমাধ্যমে চরম কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। কারণ? নেটিজেনদের একাংশের দাবি, সাফল্যের মুখ দেখে প্রেমিক সিদ্ধার্থ শুক্লকে আর মনে রাখেননি শেহনাজ।
কেন এমন অভিযোগ?
২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লর মৃত্যু দিবস। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত মাত্র ৪০-এই পথচলা থেমেছিল তরুণ অভিনেতার। ওলটপালট হয়ে গিয়েছিল শেহনাজেরও জীবন। সেই ধাক্কা ধীরে ধীরে সামলে উঠেছেন তিনি। ফিরেছেন জীবনের মূল স্রোতে। তবু কটাক্ষ পিছু ছাড়ল না তাঁর।
২ সেপ্টেম্বর প্রয়াত অভিনেতা সিদ্ধার্থর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ না করায় কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, ‘সিদ্ধার্থকে ভুলে যাওয়ার জন্য তোমার লজ্জা হওয়া উচিত।‘ আরেকজন লেখেন, ‘মৃত্যুর নাম নিয়ে শুধু বিনোদন চাইছেন, লজ্জা।’
তবে শেহনাজের সমালোচনার বিপরীতে তার ভক্তরা এগিয়ে এসে জানান, শোক প্রকাশ ও স্মরণ করার ধরণ সবার জন্য আলাদা এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এক ভক্ত মন্তব্য করেন, ‘শেহনাজ যদি তাঁর পোস্টে সিদ্ধার্থের নাম আনত, তবে মানুষ আবার বলত সে সমবেদনা পাওয়ার জন্য তার নাম ব্যবহার করছে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের অনুভূতি প্রমাণ করতে প্রকাশ্যে শোক দেখানো বাধ্যতামূলক নয়।’
ভক্তরা আরও মনে করিয়ে দেন যে, শেহনাজ নানা সময়ে তার কাজের মাধ্যমে এবং ব্যক্তিগত জীবনের উন্নতির মধ্যে দিয়ে সিদ্ধার্থের প্রতি ভালবাসা এবং সম্মান দেখিয়েছেন। তাই তাঁর নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। অনলাইনে এই নিয়ে তর্ক-বিতর্ক প্রমাণ করে যে প্রয়াত অভিনেতাকে ঘিরে মানুষের আবেগ এখনও গভীর, আর ভক্তদের কাছে শেহনাজ সবসময়ই প্রিয় ‘সিডনাজ’-এর অংশ হিসাবেই থাকবেন।
২০২১ সালের সেপ্টেম্বরে আকস্মিক এক ট্র্যাজেডি ঘটে—মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়। তার অকাল প্রয়াণে গোটা দেশ শোকে স্তব্ধ হয়ে যায়।
শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার বন্ধন বিশেষ করে জনপ্রিয় হয়েছিল ‘বিগ বস ১৪’-এ। শোয়ে শেহনাজকে প্রায়ই সিদ্ধার্থের প্রতি ভীষণ টান অনুভব করতে দেখা যেত। তাঁদের মিষ্টি খুনসুটি, পরস্পরের যত্ন এবং হাসি-ঠাট্টা দর্শকদের হৃদয় জয় করেছিল। ভক্তরা ভালোবেসে দু’জনের নাম মিলিয়ে তাঁদের জুটিকে ‘সিডনাজ’ নামে ডাকতে শুরু করেছিলেন, যা এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।
সিদ্ধার্থের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর শেহনাজকে তার শেষকৃত্যে ভেঙে পড়তে দেখা যায়। তাঁর কান্নায় ভেঙে পড়ার মুহূর্তগুলো অনুরাগীদের হৃদয় বিদীর্ণ করেছিল।
এমনকি তখন গুজব রটেছিল যে সিদ্ধার্থ এবং শেহনাজ ২০২১ সালের ডিসেম্বরেই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। যদিও সে খবর কখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই বিশ্বাস করতেন যে, সম্পর্কটি বিয়েতে গিয়ে পৌঁছবে।
