জনপ্রিয় অভিনেত্রী এবং 'বিগ বস ১৩'-এর আলোচিত প্রতিযোগী শেহনাজ গিল সম্প্রতি প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। সিদ্ধার্থের আকস্মিক প্রয়াণের পর তাঁর জীবনে আসা গভীর পরিবর্তনের বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেন যে, সিদ্ধার্থের চলে যাওয়া তাঁকে জীবনের এক নতুন দৃষ্টিকোণ এবং অপরিহার্য মানসিক পরিণতি দান করেছে।
'বিগ বস ১৩'-এর ঘরে সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিলের রসায়ন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সেই সময় তাঁদের জুটি অনুরাগীদের কাছে 'সিডনাজ' নামে পরিচিত ছিল। শেহনাজ সেই সময় তাঁর শিশুসুলভ, আবেগপ্রবণ এবং অতিরিক্ত প্রাণবন্ত স্বভাবের জন্য পরিচিত ছিলেন। কিন্তু সিদ্ধার্থের অকাল প্রয়াণ তাঁর জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে।
ওই সাক্ষাৎকারে শেহনাজ বলেন, "সিদ্ধার্থ আমাকে অনেক পরিণত করে দিয়ে গিয়েছে। যখন সেই মর্মান্তিক ঘটনা ঘটল, তারপরে আমি রাতারাতি পরিণত হয়ে উঠেছি। যদি সেটা না ঘটত, তবে সম্ভবত আমি এখনও 'বিগ বস'-এর সেই একইরকম চঞ্চল মেয়েটিই থাকতাম—কারওর পরোয়া করতাম না, যা ইচ্ছে তাই করতাম।"
তিনি তাঁর আচরণে আসা পরিবর্তনের ব্যাখ্যা করে জানান, আগে তিনি ছোটখাটো বিষয়েও তাৎক্ষণিক এবং তীব্র প্রতিক্রিয়া জানাতেন। কিন্তু এখন তিনি কোনও কিছু বলার বা করার আগে গভীরভাবে চিন্তা করেন এবং নিজেকে সংযত রাখেন।
তিনি স্বীকার করেন যে, তিনি আগে জীবনকে হাসি-খুশি আর সরলভাবে নিতেন। কিন্তু এত বড় একটি ধাক্কা তাঁকে জীবনের অপ্রত্যাশিত এবং কঠিন দিকগুলো দেখতে শিখিয়েছে।

শেহনাজ জানান, 'বিগ বস'-এ যে মেয়েটি ছিল, সেও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, কিন্তু সে ছিল মূলত চিন্তামুক্ত। কিন্তু সিদ্ধার্থের প্রয়াণের যন্ত্রণা তাঁকে মানসিকভাবে আরও অত্যন্ত শক্তিশালী করে তুলেছে।
অভিনেত্রী প্রায়শই 'বিগ বস'-এর পুরনো ক্লিপ বা রিলগুলি দেখেন এবং তখন তাঁর মনে হয়, "আমি কি সত্যিই এমন ছিলাম? আমি কি এতটাই সরল ছিলাম?" তিনি উপলব্ধি করেন যে, তাঁর সেই সারল্য এবং অতিরিক্ত চঞ্চলতা সিদ্ধার্থের চলে যাওয়ার পর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।
এই সাক্ষাৎকারের মাধ্যমে শেহনাজ গিল তাঁর জীবনের ট্র্যাজেডি এবং সেই বেদনাকে কীভাবে তিনি জীবনের শক্তিতে রূপান্তরিত করেছেন, তা তুলে ধরলেন। তাঁর অনুরাগীদের কাছে, যাঁরা আজও 'সিডনাজ' জুটিকে মনে রেখেছেন, তাঁদের কাছে এই কথাগুলি কেবল আবেগময় নয়, বরং একজন মানুষের মানসিক বিকাশের অনুপ্রেরণামূলক গল্প।
শেহনাজ বর্তমানে তাঁর কাজ এবং নিজের জীবনযাত্রায় মনোযোগ দিয়ে এগিয়ে চলছেন। তবে তাঁর কথায় স্পষ্ট যে সিদ্ধার্থ শুক্লার স্মৃতি এবং তাঁর দেওয়া জীবনের শিক্ষা অভিনেত্রীর প্রতিটি পদক্ষেপে তাঁকে চালনা করছে।
