নিজস্ব সংবাদদাতা: সুমন ঘোষের পরিচালনায় ‘পুরাতন’কে আঁকড়ে ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা ঠাকুর। পরিচালকের কথায়, “এই ছবিই সম্ভবত শর্মিলাজির শেষ ছবি” এক নিঃসঙ্গ মায়ের অতীত আঁকড়ে বেঁচে থাকার গল্প, যেখানে মুঠোফোন নয়, সম্পর্কের গভীরতা, মান-অভিমান, স্মৃতি আর হৃদয়ের হাহাকার ছুঁয়ে যায় পর্দায়। শুধু তাই নয়, এই ছবির মাধ্যমে সম্পর্কের নানান অলিগলি ধরে হেঁটে যাবেন দর্শকেরা। তবে এই ছবির সঙ্গে যুক্ত হল বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম! প্রথমবার বাংলা ছবির সঙ্গে কীভাবে যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া?
‘পুরাতন’ ছবি দেখার অপেক্ষায় রয়েছেন বহু দর্শকেরা। কারণ ১৪ বছর পর বাংলা ছবিতে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। প্রসঙ্গত, ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন শর্মিলা ঠাকুর। বাংলা ছবি দিয়ে শুরুর পর এবার কি সেই বাংলা ছবির হাত ধরেই কেরিয়ার শেষ কাজ করতে চলেছেন তিনি? শোনা যাচ্ছে তেমনটাই। মুম্বইতে স্ক্রিনিং হওয়ার সময় উপস্থিত ছিলেন শর্মিলা-পুত্র সইফ আলি খান। সম্প্রতি, ভিডিও বার্তার মাধ্যমে ‘পুরাতন’-এর কলাকুশলীদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই বলি-তারকা। এবার তার সঙ্গে যুক্ত হল আরও এক নাম।
‘পুরাতন’কে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। পুরাতন এর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “এই গল্পের জন্য শুধুই প্রশংসা। টিমের প্রত্যেককে শুভেচ্ছা জানাই।” শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, একাবলী খান্না সহ পরিচালক সুমন ঘোষকে ট্যাগ করেন প্রিয়াঙ্কা। বাংলা ছবির সঙ্গে সেভাবে যুক্ত না হলেও ‘গুন্ডে’ ছবির জন্য কেরিয়ারে কটা বাংলা যোগ আছে প্রিয়াঙ্কা চোপড়ার। তবে প্রথমবার কোনও বাংলা ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রশংসা শোনা গেল তাঁর মুখে। ছবি নির্মাতাদের মতে, ‘পুরাতন’ -এর গল্পের সঙ্গে বহু মানুষ-ই হয়তো কমবেশি জড়িয়ে রয়েছেন, তাই কোনও না কোনও ভাবে তাঁরা নিজেদের খুঁজে পাবেন এই ছবিতে।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘পুরাতন’ যেন হয়ে উঠেছে অনেকের মনে পুরোনো কোনও চিঠি— ভুলে থাকা ভালবাসার ঠিকানা।
