সংবাদসংস্থা মুম্বই: যেখানে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে, সেখানে বৈদ্যুতিক বিলও আকাশছোঁয়া। সাধারণ মধ্যবিত্তের সংসারে প্রতি মাসে ১০০০-৩০০০ টাকা বৈদ্যুতিক বিল আসে।‌ কিন্তু এই বাজারে বলি তারকাদের কত ইলেক্ট্রিক বিল দিতে হচ্ছে প্রতি মাসে? 

 

 

সম্প্রতি সামনে এসেছে সেই হিসাব। যা দেখলে চোখ কপালে উঠবে আপনার। হিসাবে বলছে শাহরুখ খানের বিলাসবহুল 'মন্নাত'-এ প্রতি মাসে বৈদ্যুতিক বিল আসে ৪৩-৪৫ লক্ষ। বাংলোটি স্বপ্নপুরীর মতো গড়ে তুলতে প্রথমে অনেক কষ্ট করতে হয় শাহরুখ-গৌরীকে। তাই এখন খরচের কথা না ভেবে নিজেদের মনের মতো করে 'মন্নাত'কে সাজিয়েছেন তাঁরা। 

 

 

সলমন খানের 'গ্যালাক্সি'তে 'ভাইজান'-এর নিজস্ব প্রয়োজনীয় সবকিছু রয়েছে। এক প্রকার প্রাসাদের মতোই গড়ে তুলেছেন তিনি তাঁর অ্যাপার্টমেন্টটি। সলমনের বাড়িতে প্রতি মাসে ২৩-২৫ লক্ষ বৈদ্যুতিক বিল আসে।

 

 

অন্যদিকে, পাতৌদি দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর খান পুরো পরিবারের সঙ্গেই থাকেন। পুরো পরিবারের মাসিক খরচের সঙ্গে একটা বড় অঙ্কের বৈদ্যুতিক বিলও তাই আসে।‌ প্রতি মাসে তাঁদের ৩০-৩২ লক্ষ বিল আসে। 

 

 

সদ্যই নিজেদের নতুন বাড়ি গড়ে তুলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। যদিও এখনও গৃহ প্রবেশ হয়নি। তবে এখন যে অ্যাপার্টমেন্টে তাঁরা থাকেন সেখানে প্রতি মাসে বৈদ্যুতিক বিল আসে ১৩-১৫ লক্ষ। 

 

 

এদিকে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বাড়িতে ৮-১০ লক্ষ বিল আসে প্রতি মাসে। নিজেদের খরচ বেশ সামলেই চলেন এই দম্পতি।