টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

দীপাবলি পার্টি থেকে দূরে শাহরুখ!

 

 

বলিউডের 'কিং খান' শাহরুখ খান কি এই বছর দীপাবলি পার্টি দেবেন? এই প্রশ্ন ঘুরছিল অনুরাগী মহলে। তবে এবার জানা গেল সত্যিটা। এই বছর কোনও পার্টির আয়োজন হচ্ছে না। শাহরুখের বাড়ি মন্নাত পার্টির কেন্দ্রস্থল ছিল। কিন্তু কোভিডের পরে সে দৃষ্টান্ত বদলেছে — এবং এ বছর আরও নতুন এক কারণ দেখা দিয়েছে। কারণ, মান্নাত বর্তমানে সংস্কারের কাজে বন্ধ থাকায় এবং শাহরুখ খান সাময়িকভাবে অন্য একটি বাড়িতে স্থানান্তরিত হয়েছেন। এই অবস্থায়, শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি মুম্বই সংবাদমাধ্যমকে নিশ্চয়তা দিয়েছেন যে, এ বছরও কোনও দীপাবলি পার্টি হবে না। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত নতুন আবাসিক পরিবেশ এবং মন্নাতের পুণঃসংস্কারণের জন্য নেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, চলচ্চিত্র মহলে আরেক দীপাবলি পার্টি, অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ-এর পার্টি, এ বছর অনুষ্ঠিত হবে না। আয়ুষ্মানের ‘থামা’র দীপাবলি রিলিজ এবং তার প্রস্তুতির জটিলতার কারণেই এটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। 

 

 

 

পঙ্কজ ধীরের স্মরণে মুকেশ

 

 

অভিনেতা মুকেশ খান্না সম্প্রতি প্রয়াত অভিনেতা পঙ্কজ ধীর-এর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং তাঁর সংগ্রামের দিনগুলির কথা স্মরণ করেছেন। 'মহাভারত' ধারাবাহিকে 'কর্ণ' চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। মুকেশ খান্না, যিনি 'মহাভারত'-এ 'ভীষ্ম'-এর ভূমিকায় ছিলেন, একটি ভিডিও বার্তায় পঙ্কজ ধীরের শুরুর দিকের কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেন। মুকেশ খান্না জানান, ইন্ডাস্ট্রিতে পঙ্কজ ধীরের যাত্রা শুরু হয় পর্দার পিছনে সহকারী পরিচালক হিসেবে। তিনি তাঁর প্রথম ছবি 'রুহি'তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং সেই সময় তাঁর মাসিক বেতন ছিল মাত্র ৩০০ টাকা। মুকেশ খান্না স্মরণ করে বলেন, "পঙ্কজ ধীর আমার প্রথম ছবি 'রুহি'তে সহকারী পরিচালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং সেই সময় সহকারী পরিচালক হিসাবে তিনি মাসে মাত্র ৩০০ টাকা পেতেন। আমার মনে আছে, তিনি সেটে খুব সততার সাথে ও উদ্যমের সঙ্গে কাজ করতেন।"

 

আরও পড়ুন: মঞ্চ এবার মোবাইলে! মুঠোফোনে ধরা দেবে ৩০০টির বেশি নাটক, দেখবেন কোন অ্যাপে?

 

আমালের 'বি-গ্রেড' কটাক্ষ! 

 

 

'বিগ বস ১৯'-এ ফারহানা ভাট এবং সঙ্গীত পরিচালক আমাল মালিকের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করেছে। একটি টাস্কের সময় ফারহানা প্রতিযোগী নীলম গিরির পরিবারের পাঠানো চিঠি ছিঁড়ে দেওয়ায় অন্য প্রতিযোগীরা ক্ষুব্ধ হন। আমাল মালিক তখন রেগে গিয়ে ফারহানা যখন খাচ্ছিলেন, তখন তাঁর খাবারের প্লেট কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। ঝগড়ার এক পর্যায়ে ফারহানা আমালকে 'বি-গ্রেড ব্যক্তি' বলে কটাক্ষ করেন। এর উত্তরে আমাল ফারহানাকে আরও অপমানজনক মন্তব্য করেন এবং শেষে ফারহানা ও তাঁর মাকে 'বি-গ্রেড' বলে মন্তব্য করেন। আমালের এই মন্তব্যে ফারহানা প্রচণ্ড রেগে গিয়ে বলেন যে, আমালের তাঁর মা-বাবা সম্পর্কে কথা বলার কোনও অধিকার নেই।আমালের এমন ভাষা ব্যবহার ও আচরণের জন্য নেটিজেনরা তাঁকে তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ তাঁকে 'অমানবিক' বলেছেন এবং বলেছেন যে, 'বিগ বস'-এর ঘরে তাঁর এই ধরনের ব্যবহার গ্রহণযোগ্য নয়। তবে পরে একটি প্রোমোতে দেখা যায়, আমাল মালিক তাঁর মন্তব্যগুলির জন্য ফারহানার কাছে ক্ষমা চাইছেন। যদিও ফারহানা তাঁকে ক্ষমা করবেন কিনা, তা পরবর্তী পর্বে স্পষ্ট হবে। এই ঘটনায় 'বিগ বস ১৯'-এর নাটকীয়তা আরও বেড়েছে।