সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ভাড়া বাড়িতে গৌরী খান?
জানা যাচ্ছে, সম্প্রতি তিনি তাঁর কর্মীদের জন্য মুম্বইয়ের খার এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। মন্নতের মেরামতের কাজ চলছে আর তাই পরিবার সহ কর্মীদের বাড়ি স্থানান্তর করতে হয়েছে। পঙ্কজ সোসাইটির চতুর্থ তলার ফ্ল্যাটটি নিজের কর্মীদের জন্য ভাড়া নিয়েছেন গৌরী খান। ৭২৫ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই অ্যাপার্টমেন্টটি কেবল তাঁদের কর্মীদের ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। গৌরী তাঁর কর্মচারীদের জন্য যে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, তার মাসিক ভাড়া ১ লক্ষ ৩৫ হাজার টাকা।
রাজকীয় সাজে ভূমি
'রয়্যালস ২'-এর ঘোষণার অনুষ্ঠানে তাক লাগালেন অভিনেত্রী ভূমি পেদনেকর। গুচির কালো বডিকন পরে এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এই পোশাকটির দাম প্রায় ১.৮ লক্ষ। সঙ্গে একটি কালো হিল জুতো পরেন ভূমি। যার দাম প্রায় ১০,০০০ টাকা। এই রাজকীয় সাজে অভিনেত্রী নজর কাড়েন পাপারাজ্জিদের।
বয়স নিয়ে কটাক্ষের শিকার 'বিগ বি'
অমিতাভ বচ্চনও নেটিজেনদের কটাক্ষের শিকার।সম্প্রতি 'বিগ বি'র একটি পোস্টে এক ব্যক্তিকে দেখা গিয়েছে তাঁর বয়স নিয়ে কটাক্ষ করতে। যার উপযুক্ত জবাব দিয়েছেন 'বিগ বি'। তবে পরে পোস্টের সেই জবাব মুছেও দিয়েছেন অমিতাভ। অমিতাভের উদ্দেশে ওই ব্যক্তি লেখেন, ‘এত রাতে জেগে আছেন কেন শাহেনশাহ? ঘুমোতে যান। আপনি এখন বৃদ্ধ হয়েছেন।’ জবাবে অমিতাভ লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় একদিন তুমিও বৃদ্ধ হবে।’
