শাহরুখ খান সম্প্রতি বড়ো ধরনের এক অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছেন। তবে সেই অসুস্থতাকে উপেক্ষা করে ছেলের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা*ডস অফ বলিউড’(The Bads Of Bollywood)-এর ঘোষণা অনুষ্ঠানে হাজির হলেন একেবারে ঝলমলে অবতারে । মুম্বইয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ নিজের অস্ত্রোপচার নিয়ে খোলাখুলি কথা বললেন—কিন্তু কীভাবে সেই চোট লেগেছে, সেই কারণটা অবশ্য জানাননি।
“এক হাতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড তুলব” – মঞ্চ থেকে নিজস্ব ছন্দে বলে উঠলেন শাহরুখ। অনুষ্ঠানে শাহরুখ বললেন—“সার্জারি একটু বড় হয়েছে, তাই পুরোপুরি সেরে উঠতে এক–দু’মাস সময় লাগবে। তবে জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট! আসলে আমি অনেক কিছুই এক হাত দিয়ে করে ফেলি—খাওয়া, ব্রাশ করা, এমনকি পিঠ চুলকোনোও!”

খানিক চুপ করে তারপরই আবেগঘন সুরে বাদশা যোগ করলেন—“শুধু একটা জিনিসে অপূর্ণতা থাকে, যখন আমার দুই হাত থাকে না—আর সেটা হলো আপনাদের ভালবাসা লুফে নেওয়া। আর এটা কিন্তু একেবারে হৃদয় থেকে বলছি।”খবর, শাহরুখ তাঁর নতুন ছবি কিং-এর অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন পিঠে চোট পান। সেই আঘাতের জেরেই অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। এই কারণে ছবির শুটিং আপাতত পিছিয়ে গিয়েছে, সেপ্টেম্বর থেকে ফের ক্যামেরা ঘুরতে শুরু করবে।
শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’— বলিপাড়ার এক ঝলমলে কিন্তু গোপন কূটকচালির দুনিয়া নিয়ে নির্মিত হাই-স্টেকস ড্রামা। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়েল প্রমুখ। সিরিজে বিশেষ চমক হিসেবে দেখা যাবে সলমন খান, করণ জোহরসহ আরও একাধিক তারকাকে। এটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।
অন্যদিকে, শাহরুখকে সর্বশেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন তাপসী পান্নু, বোমান ইরানি, অনিল গ্রোভার, বিক্রম কোচার এবং ভিকি কৌশল। অভিনয়ের মঞ্চে ছেলের প্রথম পদক্ষেপে উপস্থিত থেকে নিজের অসুস্থতা ভুলে হাস্যরস আর আবেগের মিশেলে দর্শকদের মন ভরালেন শাহরুখ খান—একেই বলে আসল বাদশাহী উপস্থিতি।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’— তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও। হ্যাঁ, অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হলেন শাহরুখ খান— তাঁর ৩৩ বছরের কেরিয়ারের প্রথম জাতীয় সম্মান! ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। বছরটা এমনিতেই কিং খানের কামব্যাক ইয়ার। ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডানকি’— তিনটে সিনেমাতেই ভাঙলেন সমস্ত বক্স অফিস রেকর্ড। শুধু ভারতেই ৭ কোটির বেশি দর্শককে প্রেক্ষাগৃহে একা এনেছেন শাহরুখ। ভারতের বক্স অফিসে আয় ১৩০০ কোটির বেশি। বিশ্বব্যাপী ২৫০০ কোটির ক্লাব— যা বলিউডে একক নজির। এর মাঝেই ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখের বিস্ফোরক অভিনয় নজর কেড়েছিল সমালোচকদেরও। অ্যাকশন, আবেগ, স্টাইল আর স্টেটমেন্ট— একাই একটা ধাক্কা হয়ে এসেছিল ছবিটি। আর এবার সেই কাজটাই এনে দিল জীবনের প্রথম জাতীয় পুরস্কার। আর এই জাতীয় সম্মান পেয়ে ছবি পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন বাদশা।
শাহরুখ খান— শুধু তারকা নন, যেন এক ‘সংস্কৃতি’!শুধু অভিনেতা নন, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক মুখ হিসেবে বহু বছর ধরেই দেখা হয় তাঁকে। বার্লিন, কান, লন্ডন, মেলবোর্ন— বিশ্বজুড়ে ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের মুখ দেখা যায়, ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্বে। অথচ দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাঁর ঝুলিতে এতদিন ছিল না— এই ছিল বড় এক খামতি।
এবার সেই ফাঁক পূরণ হল।
