আজ ২৬ জানুয়ারি। দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস ঘিরে সর্বত্র উৎসবের আবহ। রাজধানী থেকে শহর, রাজ্য থেকে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই এই দিনের তাৎপর্য ঘিরে আদানপ্রদান হচ্ছে শুভেচ্ছা আর দেশপ্রেমের বার্তা। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বলিউড তারকাও। তাঁদের মধ্যেই রয়েছেন শাহরুখ খান-ও।

বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। প্রজাতন্ত্র দিবসের সকালে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করে তিনি দেশের মানুষকে শুভেচ্ছা জানান। সঙ্গে লেখেন একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা।শাহরুখ লেখেন,“গর্বিত ভারতীয়। আমাদের দেশ আমাদের শেখায় বৈচিত্র্যের মধ্যেই রয়েছে ঐক্য আর শক্তি। আমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, সবার জন্য রইল ভালবাসা।”

শাহরুখ খানের এই বার্তায় যেমন উঠে এসেছে দেশের বৈচিত্র্যের কথা, তেমনই রয়েছে ঐক্যের ওপর জোর, যা প্রজাতন্ত্র দিবসের মূল ভাবনার সঙ্গেও গভীরভাবে যুক্ত।

শুধু শাহরুখই নন, দিনের শুরুতেই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন,
“ভারতীয় হওয়ায় গর্বিত বোধ করো। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রইল। জয় হিন্দ, জয় ভারত।”সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও।

প্রবীণ অভিনেতা অনুপম খেরও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়ে লেখেন,“প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা সবাইকে। জয় হিন্দ, জয় ভারত, ভারতমাতার জয় হোক, বন্দে মাতরম।”

এদিকে, সদ্য মুক্তিপ্রাপ্ত বর্ডার ২-এর সাফল্যের রেশে থাকা সানি দেওল তাঁর ইনস্টাগ্রামে ছবির একটি প্রোমো শেয়ার করে লেখেন,“নিজের সবকিছুর ঊর্ধ্বে হিন্দুস্তানকে রাখে এই মাটির ছেলে। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।”

একই ছবির গান ‘হিন্দুস্তান মেরি জান’ ব্যবহার করে একটি ভিডিও শেয়ার করেন সুনীল শেট্টিও। তাঁর কথায়, “স্বাধীনতা আমাদের কণ্ঠ দিয়েছে। প্রজাতন্ত্র দিয়েছে দায়িত্ব। তেরঙ্গার জন্য, দেশের জন্য সবসময়। জয় হিন্দ, জয় ভারত।”


প্রসঙ্গত, কাজের দিক থেকে শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর আগামী অ্যাকশন থ্রিলার কিং নিয়ে। গত বছরের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছিল এই ছবির। ২ নভেম্বর, শাহরুখের জন্মদিনে মুক্তি পায় ছবির নাম প্রকাশ পায়, যেখানে তাঁর রুপোলি চুলের লুক, অ্যাকশনঘন আবহ আর একটি শক্তিশালী সংলাপ নজর কাড়ে।“ভয় নয়, আমি-ই মূর্তিমান আতঙ্ক” - শাহরুখের মুখে এই সংলাপের সঙ্গে সঙ্গেই ছবিটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত কিং ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খান। রিপোর্ট অনুযায়ী, ছবিতে শাহরুখকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডে সক্রিয় এক অভিজ্ঞ ঘাতকের চরিত্রে, আর সুহানা অভিনয় করছেন তাঁর শিষ্যের ভূমিকায়, যাকে বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

">

প্রজাতন্ত্র দিবসে দেশপ্রেমের বার্তার মধ্যেই তাই একদিকে যেমন ফিরে তাকানো দেশের মূল আদর্শের দিকে, তেমনই অন্যদিকে এগিয়ে চলার প্রস্তুতি, পরের বড়পর্দার লড়াইয়ের জন্য।