২০২৫ সাল যেন শুধুই শাহরুখ খানের। তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার প্রাপ্তি থেকে সম্পত্তির নিরিখে বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকায় জায়গা পাওয়া, সবেতেই সাফল্যের শিখরে ‘বাদশা’। আর এবার ফ্যাশন দুনিয়াতেও নিজের ক্যারিশ্মার ছাপ রাখলেন তিনি। বিশ্বের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ‘কিং খান’।

বলিউডের সুপারস্টার শাহরুখ খান আবারও প্রমাণ করলেন যে তিনি শুধু অভিনয়েই নয়, স্টাইলেও বিশ্বের সেরা তারকাদের মধ্যে একজন। বিখ্যাত মার্কিন পত্রিকা ‘দ্যা নিউ ইর্য়ক টাইমস’ তাদের ২০২৫ সালের ৬৭ জন সবচেয়ে স্টাইলিশ ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় জায়গা পেয়েছেন ‘বাদশা’। সবচেয়ে বড় কথা, এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় সেলিব্রিটি।

মেট গালা ২০২৫–এ নজর কেড়েছে শাহরুখের উপস্থিতি। বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে প্রথমবার অংশ নিয়েছিলেন অভিনেতা। সেই রাতেই তাঁর লুক সকলকে চমকে দেয়। কিং খানের পরনে ছিল, কালো রঙের বিশেষভাবে তৈরি কাস্টম পোশাক  যা ডিজাইন করেছিলেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। 

শাহরুখের পোশাকের সঙ্গে ছিল মানানসই একটি বড় ‘কে’ পেন্ড্যান্ট, যা তাঁর পরিচিতি ‘কিং খান’-এর প্রতীক হিসেবে আরও নজর কাড়ে। পোশাক, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব-সেই রাতের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠেন ‘পাঠান’।

মাসখানেক আগে মেট গালায় যোগ দিয়ে যদিও ফ্যাশন সম্পর্কিত কোনও কথা বলেননি শাহরুখ,, বরং বিশ্বমঞ্চে দেশকে এগিয়ে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শাহরুখ খানের স্টাইল শুধু পোশাকে নয়, তাঁর ব্যক্তিত্বে অটুট। ৬০ বছর বয়সেও তিনি যেভাবে আধুনিক ও প্রভাবশালী লুকে নিজেকে উপস্থাপন করেন, তা সত্যিই অনন্য। বিশ্বের অন্যান্য জনপ্রিয় ফ্যাশন আইকন জেন্ডায়া, এএসএপি রকি, সাব্রিনা কার্পেন্টার-এদের সঙ্গে একই তালিকায় নাম রয়েছে শাহরুখও। যার মাধ্যমে আরও একবার দেশের নাম উজ্জ্বল করেছেন ‘জওয়ান’। 

দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় আধিপত্য করছেন শাহরুখ। তাঁর পোশাক নির্বাচন, ব্যক্তিত্ব, জনসমক্ষে আত্মবিশ্বাসী উপস্থিতি-সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম তাঁকে ‘গ্লোবাল স্টাইল আইকন’ হিসেবে দেখছে।


বর্তমানে শাহরুখ ব্যস্ত আছেন তাঁর নতুন ছবি ‘কিং’–এর কাজ নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ‘বাদশা’র মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন সহ আরও অনেককে।