নিজস্ব সংবাদদাতা: ছবিতে ফের একবার প্রাসঙ্গিকতার ছোঁয়া নিয়ে আসছেন পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়। ১২ বছর পর ছোট ছবির পরিচালনায় ফিরছেন তিনি। প্রত্যন্ত গ্রামের এক জীবন গাঁথা ফুটে উঠবে তাঁর গল্পে। নাম 'দ্য ডিসিশন'।

 

অভাবের তাড়নায় জর্জরিত গ্রামের দু'জন নারী-পুরুষের গল্প ছবির প্রেক্ষাপট। রোজের নিয়মে কাটছিল তাদের দিন। হঠাৎ একদিন বদলে গেল সবকিছু। চোখের নিমেষে বদলে গেল সম্পর্কের চেনা সমীকরণ। কী হল তারপর? এই উত্তর দিতে আসছে ছবিটি। 


'গোল্ডেন লায়ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ মনোনয়ন পেয়েছে এই ছোট ছবিটি। গল্পের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে, নিমাই শাসমল, মিত্রা সেন, সুচয়ন বন্দ্যোপাধ্যায় ও পঙ্কজ রক্ষিতকে। 'রিফ্লেকশন মিডিয়া'র ব্যানারে মুক্তি পাবে 'দ্য ডিসিশন'। 

এর আগে সায়ন বন্দ্যোপাধ্যায়ের ছবি 'দোআঁশ' সাড়া ফেলেছিল দর্শক মহলে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনুভব কাঞ্জিলাল ও শ্রীতমা দে। আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালকের 'নানা হে'।