নিজস্ব সংবাদদাতা: টলিউডের তারকা দম্পতি রাজা-মধুবনীকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচালেন অভিনেতা সায়ক গোস্বামী। সমাজমাধ্যমে পুরো ঘটনা সামনে এনে সায়ককে ধন্যবাদ জানালেন রাজা গোস্বামী। সায়কের এই উপকার তিনি কখনও ভুলবেন না- এমনটাই জানিয়েছেন অভিনেতা। কী এমন ঘটেছিল রাজা-মধুবনীর জীবনে? 

 

 

টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রাজা-মধুবনী। সমাজমাধ্যমে প্রায়ই তাঁদের দেখা যায় নানা মজার ভিডিওতে। অভিনয়ের পাশাপাশি প্রতিনিয়ত অনুরাগীদের সামনে নিজেদেরকে নতুনভাবে আনেন তাঁরা। তবে দিন কয়েক আগে সেখান থেকেই শুরু হয় সমস্যা। অভিনয়ের পাশাপাশি ব্লগার হিসাবেও অত্যন্ত পরিচিত রাজা-মধুবনী। 

 

 


হঠাৎ করেই তাঁদের পেজটি হ্যাক হয়ে যায়। যার ফলে নিজেদের পেজে তাঁরা আর কিছুই পোস্ট করতে পারছিলেন না। এই সময়েই রাজা শরণাপন্ন হন সায়কের। পুরো বিষয়টাই জানান সায়ককে। দিনরাত এক করে রাজা-মধুবনীর এই সমস্যার সমাধানের চেষ্টা করেন সায়ক। মধ্যরাতে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিজে কথা বলেই সমস্যা সমাধানের চেষ্টা করেন।

 

 

অবশেষে সারা রাত কাজ করার পর এই সমস্যা সমাধান হয়। নিজেদের পেজ ফিরে পান রাজা-মধুবনী। তারকাদের সমাজমাধ্যম হ্যাক হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এই কারণে সমস্যায় পড়তে হয় বহু শিল্পীকে। এই কঠিন সমস্যার হাত থেকে রাজা-মধুবনীকে বাঁচালেন সায়ক। তাই তাঁকে ধন্যবাদ জানাতে ভুললেন না এই তারকা দম্পতি। 

 


পাশাপাশি এও জানালেন যে, ভোরবেলা থেকে 'দিদি নং ওয়ান'-এর শুটিং থাকলেও মধ্যরাত অবধি নিজে জেগে এই সমস্যার সমাধান করেছেন সায়ক। আসলে অভিনয়ের পাশাপাশি এই পেজের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন রাজা-মধুবনী দু'জনেই। তাই এই কঠিন সময়ে সায়কের সাহায্য কখনওই ভুলবেন না তাঁরা - এমনটাই জানিয়েছেন জুটিতে। প্রসঙ্গত, স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে অভিনয় করছেন রাজা গোস্বামী এবং সায়ক দু'জনেই।