আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের দৌড় অব্যাহত তিন খুদের স্বপ্ন পূরণের গল্প ‘অঙ্ক কি কঠিন’-এর। ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এ জুরিদের বিচারে সেরা ফিচার ফিল্মের শিরোপা জিতে নিল সৌরভ পালোধির এই আসন্ন ছবি। রাণা সরকার প্রযোজিত এই ছবিতে তিন প্রান্তিক শিশু ‘বাবিন’, ‘ডলি’ ও ‘টায়ার’-এর ছোটবেলাকে বড়পর্দায় এনেছেন পরিচালক। হলে এখনও মুক্তি না পেলেও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছে ছবিটি। জিতে নিচ্ছে একের পর এক পুরস্কার।
প্রসঙ্গত, এর আগেও একাধিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রশংসা কুড়িয়েছে প্রকাশিতব্য এই ছবি। গোয়াতে অনুষ্ঠিত ‘আইএফএফআই’-এ ভারতীয় প্যানোরামায় নির্বাচিত হয় ছবিটি। ‘চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এও ভারতীয় প্যানোরামায় নির্বাচিত হয় ‘অঙ্ক কি কঠিন’। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল ছবিটিকে কেন্দ্র করে। এবার সেই ছবির মুকুটেই যুক্ত হল নতুন পালক।
ছবিতে তিন শিশুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্নো মিত্র ও প্রসূন সোমকেও। তবে গল্প এগোবে তিন খুদের জীবনকে কেন্দ্র করেই। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়ে ওই শিশুদের। কিন্তু তাদের কেউ বড় হয়ে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স হতে চায়। তীব্র অর্থাভাবের সঙ্গে লড়াই করে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে কি না তাই নিয়েই ছবির গল্প।
