নিজস্ব সংবাদদাতা: মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল 'কল্কি'। কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ছবির নায়ক প্রভাসকেই 'জোকার' বলে কটাক্ষ করেছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। এইবার এই প্রসঙ্গে মুখ খুললেন 'কল্কি'তে প্রভাসের সহ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
আরশাদ তাঁর বক্তব্যে জানান, অশ্বত্থামার চরিত্রে অমিতাভকে দারুণ লেগেছে। তবে নাগ অশ্বীন পরিচালিত ছবিতে প্রভাসের লুকটা মোটেই জমেনি। আরশাদ বলেন, "আমি ‘কল্কি’ দেখেছি। অমিতাভ অবিশ্বাস্য। আমি বুঝি না ওই মানুষটার মধ্যে কী রয়েছে। সত্যি বলছি, ওঁর দক্ষতার একটুও যদি পেতাম, তাহলে আমার জীবন বদলে যেত। তবে প্রভাস, আমি ভীষণই দুঃখিত। ওঁকে যেন জোকারের মতো লাগছিল দেখতে। ম্যাড ম্যাক্স, মেল গিবসনের মতো কাউকে দেখতে চেয়েছিলাম, কিন্তু এটা কী? কেন অভিনেতাদের এরকম সাজায়, আমি বুঝি না।" আরশাদ ওয়ারসির এমন মন্তব্যের পরই নেটপাড়ার শোরগোল শুরু হয়। দক্ষিণী ইন্ডাস্ট্রির অনেকেই আরশাদের এই মন্তব্যের সমালোচনা করেন। এবার এই বিষয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়।
তিনি বলেন, "ওটা আরশাদের ব্যক্তিগত মন্তব্য। প্রভাসকে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। প্রতিটি দৃশ্যে ওঁর অভিনয় অসাধারণ। কল্কির চরিত্রের জন্য প্রভাসই নির্মাতাদের সেরা পছন্দ।"
যদিও বরাবরের মতোই সমালোচনায় না জড়িয়ে প্রভাসের পাশে দাঁড়ালেন শাশ্বত। নাগ অশ্বীন পরিচালিত এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। 'কমান্ডার মানস'-এর ভূমিকায় অভিনয় করে প্রভাস,দীপিকা, অমিতাভ বচ্চন, কমল হাসানদের মতো তাবড় তারকাদের ভিড়েও দর্শকের নজর কেড়েছেন তিনি।
