কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর আসন্ন পর্ব যেন হয়ে উঠতে চলেছে এই মরশুমের সবচেয়ে স্মরণীয় পর্ব। কারণ একটাই—অতিথি হিসাবে হাজির হচ্ছেন বলিউডের দুই আইকন, সঞ্জয় দত্ত আর সুনীল শেট্টি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই পর্বের ঝলক, যেখানে হাসির ঝড় তুলেছেন এই দুই অভিনেতা, শোনাচ্ছেন জীবনের অজানা টুকরো কাহিনি।

 

শুরুর মুহূর্তেই কপিলের রঙ্গমঞ্চ মাতিয়ে দেন দু’জন। সুনীল প্রথমেই মনে করালেন পুরোনো এক ঘটনার কথা। জানালেন, সঞ্জয়ের সঙ্গে শুটিং করতে গিয়ে কতোবার তিনি রাত আটটার মধ্যেই হোটেলের ঘরে পালিয়ে যেতেন, কারণ সঞ্জয় শুটিং শেষ করলেই পার্টি মুডে চলে যেতেন। সুনীলের ভাষায়—“ইনি শুটিং করলে মানে রাত আটটার মধ্যে আমাকে পালাতে হতো।” কিন্তু একবার সঞ্জয় নাকি হায়দরাবাদে তাঁর হোটেল ঘরেই ঢুকে পড়েন, এমনকী তাজ হোটেলের কামরার দরজাও ভেঙে দেন!

 

ঘটনাটি শুনে দর্শক ফেটে পড়েন হাসিতে। সঞ্জয় নিজের ভঙ্গিতে জবাব দেন—“কে আবার রাত আটটায় ঘুমোয়! আমি তো ভালবাসার প্রকাশ করছিলাম।” সঙ্গে সঙ্গে সুনীলের কটাক্ষ, “এতটা ভালবাসা লাগবে না, বন্ধু।” এখানেই শেষ নয়। সুনীল খোলসা করেন, সঞ্জয় তাঁকে সবসময় আলাদা ভঙ্গিতে ডাকেন—কখনও স্নেহভরে “আন্না”, কখনও গম্ভীর স্বরে, আবার কখনও দুঃখভরা কণ্ঠে। মঞ্চে বসে কিকু শারদা মজার ছলে ঠাট্টা করেন তাঁদের দু’জনের নাচের দক্ষতা নিয়ে। কপিল যখন বলেন সঞ্জয় ছোটবেলা থেকেই দুষ্টুমি করতেন, সঙ্গে সঙ্গে সুনীল জবাব দেন—“ছোটবেলায়? এখনও ওর দুষ্টুমি যায়নি। যেখানে ‘বাবা’ থাকে, কিছু না কিছু গণ্ডগোল হবেই।”

 

সবচেয়ে চমকপ্রদ কাহিনি উঠে আসে তখন, যখন সুনীল জানান কীভাবে একবার সঞ্জয় প্রায় নিজের বাবার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নেমে যাচ্ছিলেন! আসলে, সঞ্জয়ের এক বন্ধু প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী হয়েছিলেন, আর তাঁকে সমর্থন জানাতে রাজি হয়েছিলেন অভিনেতা। পরে রাতে হঠাৎই টের পান, যাঁর হয়ে প্রচারে নামছেন তিনি, সেই দাঁড়াচ্ছেন স্বয়ং সুনীল দত্তের বিরুদ্ধে। এ নিয়ে সঞ্জয়ের নির্লিপ্ত জবাব—“ আমি সেটাই ভুলে গিয়েছিলাম, বন্ধু!”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Suniel Shetty_Fc (@suniel.shetty_fc)