শোয়েব মালিকের একের পর এক পরকীয়ায় ক্লান্ত সানিয়া মির্জা। তিনি নাকি অনেক বুঝিয়েও পথে আনতে পারেননি প্রাক্তন স্বামীকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একের পর এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সানিয়া সেই সম্পর্ক থেকে তাঁকে বের করে নিয়ে এসেছেন। কিন্তু শেষরক্ষা হল কই? দ্বিতীয় বিয়েও ভাঙল দুই তারকার। যদিও বিচ্ছেদ নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। শনিবার তৃতীয় বিয়ের খবর শোয়েব জানানোর পরে রাতে বক্তব্য রাখেন সানিয়া। তিনি শোয়েবকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, কয়েক মাস আগেই ‘খুলা’ বা বিচ্ছেদ হয়ে গিয়েছে দম্পতির। 

মির্জা পরিবার একটি বিবৃতিতে বলেছে, ‘‘সানিয়া বরাবর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেননি। কারণ, তিনি পছন্দ করেন না। বর্তমানে এমন পরিস্থিতিতে কিছু না বললেও নয়। তাই তিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেছেন।’’ আরও বক্তব্য, ‘‘সানিয়া অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাঁকে নিয়ে, তাঁর বিচ্ছেদ নিয়ে অযথা ভুয়ো গুঞ্জন না রটানোই কাম্য। যাতে তাঁর আগামী কাল সুস্থ এবং সুন্দর থাকে। অনুরাগীরা ওঁর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখুন।’’

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Imran Mirza (@imranmirza58)