সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান মানেই ঠোঁটকাটা, খাঁটি কথা—আর মজা করতে গিয়ে নিজের ভাইয়ের সংসার নিয়েও থেমে থাকলেন না 'ভাইজান'! নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সাম্প্রতিক পর্বে সলমন খানের মুখে ফের উঠে এল সোহেল খান এবং প্রাক্তন স্ত্রী সীমা সাজদের গল্প—আর সেখান থেকেই শুরু হল ভাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে ঠাট্টা!
কপিল শর্মাকে সলমন জানান, তাঁর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দরজা সবসময় খোলা থাকে বন্ধুদের জন্য।তিনি উদাহরণ দেন ফটোগ্রাফার অবিনাশ গওয়ারিকর-এর, যিনি কিছু দিনের জন্য থাকতে এসেছিলেন তাঁদের বাড়িতে… কিন্তু সেই ‘কিছু দিন’ই টেনে নিয়ে গেল কয়েক বছর!
সলমন বলেন— “ও বলেছিল, কয়েক দিনের জন্য থাকবে, যতক্ষণ না নতুন বাড়ি পায়। পরে জানাল, সে আসার পরেই ফ্ল্যাট পেয়ে গিয়েছিল—কিন্তু সেটা সাবলিজে দিয়ে গ্যালাক্সিতেই থেকে গেল! কারণ এখানকার পরিবেশ ওর খুব ভাল লাগছিল!”এই গল্পের মাঝেই সলমন একটা বোমা ফাটালেন। তিনি বলেন—“ আর সেই সময়েই সোহেল পালিয়ে বিয়ে করল। আর এখন সীমাও পালিয়ে গেছে!”
এই কথা শুনেই আড্ডায় থাকা নবজ্যোত সিং সিধু আর অর্চনা পূরণ সিং হেসে গড়িয়ে পড়েন। সলমন আরও জানান, একদিন সোহেল এসে অবিনাশকে বলেন, “ঘর খালি কর, আমার আর সীমার থাকার জায়গা লাগবে।” অবিনাশ তো হতবাক! সে বলে—“এটা অন্যায়! তুমি কীভাবে বিয়ে করে নিলে!”
সোহেল ও সীমার বিয়ে হয় ১৯৯৮ সালে, পরে ইসলামি মতে নিকাহ্ও হয়। তাঁদের দুই সন্তানের জন্ম— নির্বাণ (২০০০) ও ইউহান (২০১১)।কিন্তু ২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে বিচ্ছেদ হয় তাঁদের।এরপর সীমা নতুন সম্পর্কে চলে গিয়েছেন।আর সলমন দাদার সেই সম্পর্ককে নেটফ্লিক্সের মঞ্চেই রসিকতার মোড়কে এনে দিলেন ‘ভাইজানি’ টুইস্ট!
