সংবাদ সংস্থা মুম্বই: ১৭ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে 'আজাদ'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণের ভাগ্নে আমান দেবগণকে। তাঁর বিপরীতে দেখা যাবে রাশা ঠাডানিকে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ-ও। সম্প্রতি নিজেদের ছবির প্রচারে 'বিগ বস'-এর মঞ্চে হাজির হয়েছিলেন এই দু'জন। সেখানে তাঁদের অভিনয়, নাচের ভূয়সী প্রশংসা করে সলমন খান কটাক্ষ করেন অজয় দেবগণের নাচের অপারদর্শিতাকে। যাতে মিশেছিল শুধুই নির্দোষ মজা। 

 

আমান ও রাশাকে দেখে সলমন প্রকাশ্যেই জানান, তিনি এই দু'জনকে যেহেতু ছোট থেকে দেখেছেন তাই তাঁর কাছে এইমুহুর্তে অবিশ্বাস্য লাগছে একটি ছবির নায়ক-নায়িকা হিসাবে মানতে। এরপরেই আমান-রাশার নাচের দারুণ প্রশংসা করে 'টাইগার' বলেন, " তোমরা দু'জনেই দারুণ নাচো। আর এ ব্যাপারে অজয়-ও নিশ্চিত একমত হবে।" ইঙ্গিত বুঝতে পেরেই হাসিতে ফেটে পড়েন 'আজাদ' জুটি। সেসব থামলে আমন বলেন, "হ্যাঁ, উনি আমার নাচ দেখে চমকে গিয়েছিলেন।" সলমনের দ্রুত জবাব, "স্বাভাবিক। অজয় নিশ্চয়ই ভাবছিল, আমাদের অ্যাকশন বংশে এই ডান্সার কীভাবে জন্ম নিল?" প্রসঙ্গত, পর্দায় অজয়ের অ্যাকশন তো সুবিদিত এবং অজয়ের বাবা অধুনা প্রয়াত বীরু দেবগণ একসময় ছিলেন বলিপাড়ার এক নম্বর অ্যাকশন-ডিরেক্টর।

 

 

অন্যদিকে, মা রবিনা টন্ডনের মতোই অভিনয় এবং নাচ দুয়েই দারুণ পারদর্শী মেয়ে রাশা ঠাডানি। মাত্র ১৯ বছর বয়সেই 'আজাদ'-এর মাধ্যমে বড়পর্দায় পা রেখেছেন তিনি।