‘উইকেন্ড কা বার’-এর মঞ্চে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে শেহবাজ বদেশা। গত সপ্তাহে গৌরব খন্না মন্তব্য করেছিলেন, শেহবাজ এখন পর্যন্ত একবারও ‘বিগ বস’-এর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য মনোনীত হননি, কারণ তিনি বুঝেশুনে খেলাটি খেলছেন। সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে শেহবাজ দাবি করেন, “আমি যদি মনোনীত হইও, সিদ্ধার্থ শুক্লার অনুরাগীরা আমাকে বাঁচাবে।” এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। আর এবারে সেই মন্তব্যের জবাব দিতে ‘বিগ বস ১৯’-এর মঞ্চে মুখ খুললেন সলমন খান।

শনিবারের পর্বে সলমন শেহবাজকে তীব্র ভর্ৎসনা করে বলেন, “আপনি এই বিষয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে যে, সিদ্ধার্থ শুক্লার ভক্তরা আপনাকে সমর্থন করবে। শেহবাজ, আমি স্পষ্ট করে বলতে চাই — সিদ্ধার্থ যা কিছু করেছে, নিজের যোগ্যতায় করেছে। কারও নাম টেনে নয়। আপনার খেলা তাঁর খেলার এক শতাংশও নয়। আপনি সত্যিই মনে করেন সিদ্ধার্থ শুক্লার ফ্যানরা এমন কাউকে সমর্থন করবে, যার খেলা তাঁর ছায়ারও সমান নয়? ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন — কিন্তু আপনি যদি ভাবেন তিনি আপনাকে সমর্থন করতেন, তাহলে আপনি ভুল করছেন।”

সলমন এখানেই থামেননি। তিনি আরও বলেন, “আপনি আরও একটা কথা বলেছেন, আমি নাকি আপনাকে ভাল করে চিনি। কবে চেনা হল বলুন তো? আমি তো জীবনে এক–দু’বারের বেশি দেখিনি, তাও শুটিংয়ে। আপনি মজার মানুষ, আপনার হাস্যরস আছে — কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করুন, নিচে নামবেন না। আমি বলেছিলাম, বিরক্ত করবেন না, কিন্তু কমেডি বন্ধ করতে বলিনি।”

শেহবাজ হলেন অভিনেত্রী শেহনাজ গিলের ভাই। যিনি প্রয়াত সিদ্ধার্থের প্রেমিকা ছিলেন। তিনি ‘বিগ বস ১৩’-এর ফ্যামিলি সপ্তাহে শেহনাজকে সমর্থন জানাতে শোয়ে এসেছিলেন। আর তাঁর উপস্থিতি দর্শকদের মন জয় করেছিল। সেই শোয়েই শেহনাজ ও সিদ্ধার্থর সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ভক্তরা তাঁদের ডাকতেন ‘সিডনাজ’ নামে। ২০২১ সালে হার্ট অ্যাটাকে সিদ্ধার্থের অকাল প্রয়াণ গোটা বিনোদন জগতকে নাড়িয়ে দেয়। পরবর্তীতে শেহবাজ তাঁর হাতে সিদ্ধার্থের ট্যাটুও করান। কেউ কেউ সেটাকে প্রচারের স্টান্ট বললেও, অনেকে একে আবেগঘন শ্রদ্ধার্ঘ্য বলে মনে করেন।

এই সপ্তাহের ‘উইকেন্ড কা বার’-এর পর্বে আরও চমক রয়েছে দর্শকদের জন্য। নেহা কক্কর এবং টনি কক্কর সলমনের সঙ্গে মঞ্চে হাজির হবেন। অন্য দিকে, শেহনাজ আসবেন তাঁর নতুন ছবি ‘ইক কুড়ি’ প্রচারে। এপিসোডের শেষে একতা কাপুর প্রকাশ করবেন ‘নাগিন ৭’-এর নতুন মুখের নামও।