প্রায় ষাট ছুঁইছুঁই সলমন খানের বয়স। বলিউডে কাটিয়ে ফেলেছেন তিন দশক। তবে তাঁকে দেখে তা বোঝার উপায়। শুধু পর্দায় নয়, বাস্তবেও এখনও ফিট ভাইজান। তাঁর ফিটনেস যেন তরুণ প্রজন্মকে হার মানাবে।
আগামী ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা রাখবেন সলমন খান। ঠিক তার আগেই তিনি আবারও প্রমাণ করলেন, বয়স কেবল সংখ্যা ছাড়া কিছুই নয়। দোহায় অনুষ্ঠিত 'দ্যা-বাং: দ্য ট্যুর রিলোডেড'-শোর আগে অভিনেতার ব্যাকস্টেজে তোলা একটি স্ট্রেচিং ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা যায়, সলমন খুবই স্বচ্ছন্দ্যে তাঁর এক পা এক ক্রু সদস্যের কাঁধে তুলে স্ট্রেচ করছেন। সেই ভঙ্গিতে নমনীয়তা ও এনার্জির নিখুঁত মিশেল দেখে অবাক সকলেই।
ধূসর টি-শার্ট ও কালো ডেনিম প্যান্টে সলমনের লুক ছিল একেবারে সাধারণ, কিন্তু তাঁর ফিটনেস যে সাধারণ নয়- তা যেন আবারও মনে করিয়ে দিলেন নায়ক। ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছিলেন মাত্র একটি শব্দ- 'আআ (Aahhhhaaa)' । তবে ক্যাপশন যতই ছোট হোক, তার প্রভাব ছিল বিস্ফোরক। মুহূর্তেই বইতে থাকে লাইকও কমেন্টের বন্যা। ডিজাইনার মনীশ মালহোত্রা থেকে সাধারণ ভক্ত-সকলেই প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স।
সলমনের বয়স নিয়ে প্রায়শই আলোচনার ঝড় ওঠে, কিন্তু তাঁদের জন্যই যেন এই ভিডিও ছিল একপ্রকার জবাব। ফিটনেসের প্রতি অভিনেতার নিষ্ঠা বরাবরই প্রশংসিত হয়ে এসেছে, তবে এবার ৬০ বছরে পা দেওয়ার আগে এমন স্ট্রেচিং দেখে অনেকেই আবারও তাক লাগিয়েছেন সেলিম পুত্র। এই ভাইরাল ব্যাকস্টেজ মুহূর্ত যেন আবারও প্রমাণ করল সলমন খান এখনও আগের মতোই স্ট্রং বং ফিট। বয়স তাঁর দরজায় কড়া নাড়লেও, তিনি তা আমলেই নিচ্ছেন না।
দোহায় অনুষ্ঠিত শো-তে সলমনের সঙ্গে ছিলেন তামান্না ভাটিয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, সুনীল গ্রোভার, প্রভু দেবার মতো তারকারা। স্টেজে পারফরম্যান্সের আগে এমন ব্যাকস্টেজ ওয়ার্ম-আপের ঝলক ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে লিখেছেন, “স্টেজে ওঠার আগেই এত এনার্জি—পারফরম্যান্স তো বাজিমাত হবেই!”
সলমন বর্তমানে ব্যস্ত তাঁর পরবর্তী একাধিক প্রোজেক্ট নিয়ে। আলোচনা চলছে তাঁর আসন্ন ছবি 'ব্যাটন অফ গালওয়ান' নিয়ে, যা ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও শো-ব মিলিয়ে এখনও ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যস্ত এবং ফিট তারকাদের অন্যতম তিনি।
