বয়স যেন শুধুই সংখ্যা! সলমন খান আবারও তা প্রমাণ করলেন। সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে অভিনেতা শেয়ার করলেন নিজের দু’টি শার্টলেস ছবি! তাও ঘাম ঝরানো জিম সেশনের পর।

ছবিতে দেখা গেল, পেশীবহুল শরীরে সিক্স-প্যাক অ্যাবস আর সুডৌল বাইসেপের সলমন যেন নিজের সেই পুরনো অবতারে ফিরে গিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখলেন,
“কিছু পাওয়ার করার জন্য কিছু ছাড়তে হয়… অবশ্য এটা ছাড়ার মধ্যে পড়ছে না!”

অর্থাৎ, কোনও কিছু অর্জন করতে গেলে অনেক কিছু ছাড়তে হয়, কিন্তু এইটা নয়!

 

?ref_src=twsrc%5Etfw">November 3, 2025

ছবিগুলি ভাইরাল হতেই ভক্তদের প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, “ এমনি এমনি সলমনকে বলিপাড়ার বডিবিল্ডিংয়ের  আইকন বলা হয় না!” আবার কেউ মন্তব্য করেছেন, “৫৯ বছর বয়সেও এমন অ্যাবস! ফিটনেসপ্রেমীদের জন্য অনুপ্রেরণা।” আরেকজনের পোস্ট,“স্টেরয়েড ছাড়াই ৩৫ বছর ধরে এমন ফিটনেস ধরে রেখেছেন মানুষটা, সেলাম সলমন খানকে!”

সম্প্রতি ‘সিকান্দর’ ছবিতে দেখা গিয়েছিল সলমনকে, যদিও বক্স অফিসে ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখন তিনি ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত। শিগগিরই দেখা যাবে তাঁকে নতুন ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’-এ।

কয়েক সপ্তাহ আগেই কাজল ও টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ’-এ আমির খানের সঙ্গে হাজির হয়েছিলেন সলমন। সেখানে আড্ডার ফাঁকেই খোলাখুলি বলেছিলেন নিজের পুরনো অসুখ ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’-র কথা।

সলমনের কথায়, “এই ব্যথা এমন, যা নিজের সবচেয়ে বড় শত্রুরও না হয়। টানা সাত-সাড়ে সাত বছর ধরে ছিল সেটা। প্রতি চার-পাঁচ মিনিট পরপরই মাথার মধ্যে সেই তীব্র যন্ত্রণা হত। মাঝে মাঝে তা এতটাই চূড়ান্ত পর্যায় পৌঁছে যেত যে এক সময় সকালের প্রাতরাশ করতে দেড় ঘণ্টা লেগে যেত। ওমলেট খেতেও হতো জোর করে, সাংঘাতিখ কষ্ট সহ্য করে খেতে হতো, ওইটুকু খাবার চিবিয়ে খাওয়ার জন্য।”


ফিটনেস, শৃঙ্খলা আর ধৈর্যের এই গল্পটাই যেন আজও সলমন খানের ব্র্যান্ড! ৫৯ বয়সে এসেও অপ্রতিরোধ্য, অদম্য, একদম ‘টাইগার’।